SRK-Pathaan: পড়ুয়াদের সঙ্গে ‘ঝুমে জো পাঠান’-এ পা মেলালেন অধ্যাপকেরা, ভিডিও শেয়ার করে শাহরুখ লিখলেন ‘শিক্ষামূলক রকস্টার’

Last Updated:

SRK-Pathaan: সবচেয়ে বেশি রিল হয়েছে টাইটেল ট্র্যাক ‘ঝুমে জো পাঠান’ নিয়ে। এবার সেই দলে নাম লেখালও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। এবং তাঁদের সঙ্গ দিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

পড়ুয়াদের সঙ্গে ‘ঝুমে জো পাঠান’-এ পা মেলালেন অধ্যাপকেরা, ভিডিও শেয়ার করে শাহরুখ লিখলেন ‘শিক্ষামূলক রকস্টার’
পড়ুয়াদের সঙ্গে ‘ঝুমে জো পাঠান’-এ পা মেলালেন অধ্যাপকেরা, ভিডিও শেয়ার করে শাহরুখ লিখলেন ‘শিক্ষামূলক রকস্টার’
নয়া দিল্লিঃ ছবি মুক্তির ২৭ দিন পরও ‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। চার বছর পর পর্দায় ফিরে বাদশা শাহরুখ খানের ছবি ‘পাঠান’ একের পর এক বক্স অফিসের রেকর্ড ভেঙেছে। ইতিমধ‍্যে, সারা বিশ্বে প্রায় ১ হাজার কোটি টাকার ব্যবসা করেছে ফেলেছে ছবিটি।
শুধু তাই নয়, ছবি মুক্তির আগে থেকেই ‘পাঠান’-এর গান নিয়ে দর্শকদের মধ‍্যে চর্চা ছিল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভক্তরা প্রত‍্যেকটি গান নিয়ে একের পর এক রিল পোস্ট করছেন। তবে, সবচেয়ে বেশি রিল হয়েছে টাইটেল ট্র্যাক ‘ঝুমে জো পাঠান’ নিয়ে। এবার সেই দলে নাম লেখালও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। এবং তাঁদের সঙ্গ দিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সেই ভিডিও-তে (Video) ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। শাহরুখের ‘ঝুমে জো পাঠান’ গানে পড়ুয়াদের সঙ্গে কোমর দুিলয়ে নাচ করেছেন অধ্যাপকরা। নেটিজেনদের কথায়, এটাই নাকি কিং খানের ম্যাজিক। আট থেকে আশি, সবাই এখন পাঠান জ্বরে কাবু।
advertisement
advertisement
আর তা দেখে কি চুপ থাকতে পারেন শাহরুখ খান। কখনই না। তাঁর ভক্তদের প্রশংসা করার সুযোগ তিনি কখনও মিস করেন না। সুপারস্টার স্বয়ং এই ফ্ল্যাশ মবের ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন। এসআরকে লিখেছেন, "কত ভাগ্যবান শিক্ষক এবং অধ্যাপকরা যাঁরা আমাদের শিক্ষা দিতে পারেন তাঁরাই আমাদের সঙ্গে মজা করতে পারেন। তাঁরা সকলেই শিক্ষামূলক রকস্টার।"
advertisement
advertisement
ভিডিও-টি ডিইউ-এর জেসাস অ্যান্ড মেরি কলেজের বাণিজ্য বিভাগ থেকে শেয়ার করা হয়েছিল। যার ক্যাপশনে লেখা ছিল, ‘কম্যাকিউমেন ২০২৩-এ ফ্ল্যাশমব-এ যোগদানকারি JMC-এর সেরা অধ্যাপকদের সঙ্গে একটি মজার দিনের ঝলক৷’। মজার বিষয় হল, শাহরুখ খান নিজেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
SRK-Pathaan: পড়ুয়াদের সঙ্গে ‘ঝুমে জো পাঠান’-এ পা মেলালেন অধ্যাপকেরা, ভিডিও শেয়ার করে শাহরুখ লিখলেন ‘শিক্ষামূলক রকস্টার’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement