‘পাঠান’ মুক্তির অনেকদিন আগে থেকেই তিনি আলোচনায়৷ কখনও উচ্ছ্বাসে, কখনও আনন্দে, কখনও বা বিতর্কে বারংবার উঠে এসেছে শাহরুখ খানের নাম৷ তবে কয়েকদিন ধরে তিনি ট্যুইটারে ভক্তদের উত্তর দেওয়া শুরু করেছেন৷
2/ 5
নানা সময়ে, নানা রকম মজাদার প্রশ্ন করছেন ভক্তরা৷ আর সেই প্রশ্নের মজাদার উত্তরও দিচ্ছেন শাহরুখ খান৷ তেমনই এক মজাদার প্রশ্নের জবাবে নিজের পরের ছবি সম্পর্কে এক তথ্য দিলেন তিনি৷
3/ 5
ট্যুইটারে শাহরুখকে এক ভক্ত প্রশ্ন করে বলেছিলেন, ‘আমি পুলিশের কাছে এফআইএর করতে যাচ্ছি৷ আপনি মিথ্যে বলেছিলেন, আপনার বয়স মোটেই ৫৭ নয়৷’ ‘আস্ক এসআরকে’ হ্যাশ ট্যাগে আসা এই প্রশ্নের অবাক করা জবাব দিয়েছেন শাহরুখ৷
4/ 5
তিনি লিখেছেন, ‘পুলিশের কাছে যেও না, আমার অনুরোধ৷ আমি মেনে নিচ্ছি আমি ৩০ বছরের৷ এ বার তো আমি তোমাকে সত্যিটা বললাম৷ আর সেই কারণেই আমার পরের ছবির নাম জওয়ান৷’
5/ 5
শাহরুখ খানের পাঠান ছুঁয়ে ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে ৯০০ কোটির গণ্ডি৷ সব মিলিয়ে তাঁর এই অ্যাকশন নির্ভর ছবি চমকে দিয়েছে গোটা বিশ্বকে৷ শাহরুখের ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তরাও৷ এর মধ্যেই পরের ছবির সুর ধরতে শুরু করেছেন কিং খান৷
Shah Rukh Khan: কেন তাঁর পরের ছবির নাম জওয়ান, ভক্তের জবাব ট্যুইটারে বড় ঘোষণা করলেন শাহরুখ খান
‘পাঠান’ মুক্তির অনেকদিন আগে থেকেই তিনি আলোচনায়৷ কখনও উচ্ছ্বাসে, কখনও আনন্দে, কখনও বা বিতর্কে বারংবার উঠে এসেছে শাহরুখ খানের নাম৷ তবে কয়েকদিন ধরে তিনি ট্যুইটারে ভক্তদের উত্তর দেওয়া শুরু করেছেন৷
Shah Rukh Khan: কেন তাঁর পরের ছবির নাম জওয়ান, ভক্তের জবাব ট্যুইটারে বড় ঘোষণা করলেন শাহরুখ খান
নানা সময়ে, নানা রকম মজাদার প্রশ্ন করছেন ভক্তরা৷ আর সেই প্রশ্নের মজাদার উত্তরও দিচ্ছেন শাহরুখ খান৷ তেমনই এক মজাদার প্রশ্নের জবাবে নিজের পরের ছবি সম্পর্কে এক তথ্য দিলেন তিনি৷
Shah Rukh Khan: কেন তাঁর পরের ছবির নাম জওয়ান, ভক্তের জবাব ট্যুইটারে বড় ঘোষণা করলেন শাহরুখ খান
ট্যুইটারে শাহরুখকে এক ভক্ত প্রশ্ন করে বলেছিলেন, ‘আমি পুলিশের কাছে এফআইএর করতে যাচ্ছি৷ আপনি মিথ্যে বলেছিলেন, আপনার বয়স মোটেই ৫৭ নয়৷’ ‘আস্ক এসআরকে’ হ্যাশ ট্যাগে আসা এই প্রশ্নের অবাক করা জবাব দিয়েছেন শাহরুখ৷
Shah Rukh Khan: কেন তাঁর পরের ছবির নাম জওয়ান, ভক্তের জবাব ট্যুইটারে বড় ঘোষণা করলেন শাহরুখ খান
তিনি লিখেছেন, ‘পুলিশের কাছে যেও না, আমার অনুরোধ৷ আমি মেনে নিচ্ছি আমি ৩০ বছরের৷ এ বার তো আমি তোমাকে সত্যিটা বললাম৷ আর সেই কারণেই আমার পরের ছবির নাম জওয়ান৷’
Shah Rukh Khan: কেন তাঁর পরের ছবির নাম জওয়ান, ভক্তের জবাব ট্যুইটারে বড় ঘোষণা করলেন শাহরুখ খান
শাহরুখ খানের পাঠান ছুঁয়ে ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে ৯০০ কোটির গণ্ডি৷ সব মিলিয়ে তাঁর এই অ্যাকশন নির্ভর ছবি চমকে দিয়েছে গোটা বিশ্বকে৷ শাহরুখের ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তরাও৷ এর মধ্যেই পরের ছবির সুর ধরতে শুরু করেছেন কিং খান৷