Srijit Mukherji: ‘জাগো উমা’-র আনলকডাউন সংস্করণের পোস্ট কি শুধুই কলকাতার মনের হাল ফেরাতে?

Last Updated:

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ফেসবুক আবার ফিরিয়ে এনেছে বছরখানেক আগের গানটিকে ৷ সেখানে ‘উমা’-র কুশীলবরা বলছেন, আবার পুরনো চেনা ছন্দে ফিরবে কলকাতা ৷

কলকাতা : মৃত্যুমুখীর স্বপ্নকে মৃত্যুঞ্জয়ী করার গল্প বলেছিল ‘উমা’ (Uma)৷ তিন বছর আগে মুক্তি পাওয়া এই ছবি দেখিয়েছিল কলকাতা চাইলে সব কিছু করতে পারে ৷ অকালবোধনকেও এই শহর এনে ফেলতে পারে অকালেই৷ ছবির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল ‘জাগো উমা’ গানটিও ৷ অনুপম রায়ের কথা ও সুরে, রূপঙ্করের কণ্ঠে সেই গান নতুন করে ধরা দিয়েছিল গত বছরের মাঝামাঝি ৷ বার্তা দিয়েছিল প্রতিকূলতা পেরিয়ে নতুন দিনে পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার ৷
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ফেসবুক আবার ফিরিয়ে এনেছে বছরখানেক আগের গানটিকে ৷ সেখানে ‘উমা’-র কুশীলবরা বলছেন, আবার পুরনো চেনা ছন্দে ফিরবে কলকাতা ৷ একই রয়েছে গানের কথাগুলো ৷ শুধু বদলে গিয়েছে দৃশ্যায়ন ৷
‘উমা’-র কুশীলবদের মধ্যে গানে অংশ নিয়েছিলেন সকন্যা যিশু সেনগুপ্ত ৷ এ ছাড়াও বাকি অভিনেতাদের মধ্যে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় স্বয়ং ৷ সৃজিত এই ছবিতে অভিনয়ও করেছিলেন ৷ শুধু অভিনেতারাই নন ৷ ‘জাগো উমা’-র নতুন রূপে দেখা গিয়েছে ‘উমা’-র প্লেব্যাক শিল্পী রূপঙ্কর, অনুপম, সিধু এবং সুরঙ্গমাকে ৷
advertisement
advertisement
তারকাদের পাশাপাশি দেখা গিয়েছে সাধারণ কলকাতাবাসীকেও ৷ তাঁদের হাতের প্ল্যাকার্ড বলেছে, কোলাহল, নতুন জীবন, কাজের গতি, নতুন কথা, আন্তরিকতা আবার জাগবে ৷ কলকাতাবাসীর জীবনে ফিরে আসবে সিনেমা দেখা এবং আড্ডা ৷ আবার জাগবে পথঘাট৷ নতুন করে চাকা ঘুরবে ৷ নতুন করে হিসেব মিলবে ৷ ‘নিউ নর্মাল’ বা নব্য স্বাভাবিক-এ স্বাগত জানিয়ে প্রতিশ্রুতি ছিল পুরনো ছন্দে ফিরে যাওয়ার ৷
advertisement
তখনও কেউ আশঙ্কা করেননি, করোনার দ্বিতীয় ঢেউ এত ভয়াল হয়ে ফিরে আসবে ৷ নতুন স্বাভাবিক ছেড়ে কলকাতা যখন পুরনো স্বাভাবিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, তখনই আছড়ে পড়েছে অতিমারির দ্বিতীয় ঢেউ ৷ এর অভিঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে জীবন ৷ তিলোত্তমা আবার কল্লোলিনী হতে পারেনি ৷ পূর্ণ লকডাউন না হলেও আবার ফিরে এসেছে কার্যত লকডাউন তথা কড়া বিধিনিষেধ ৷
advertisement
এই দমবন্ধ করা পরিস্থিতিতে সৃজিত নতুন করে পোস্ট করলেন ‘জাগো উমা’-র আনলকডাউন সংস্করণ ৷ যেখানে টলিউড চাইছে আবার কলটাইমের তাড়ায় ঘুম থেকে উঠতে ৷
অতিমারি আবহে যে পরিচালক সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল খুলে দিয়েছেন বিভিন্ন ধরনের সহায়কতথ্যের জন্য, নিজেও ঝাঁপিয়ে পড়েছেন ত্রাণে, সেখানে তাঁর এই পোস্ট কি শুধুই মানুষের মনের হাল ফেরাতে ? নাকি নেপথ্যে অন্য বার্তা বা তাৎপর্য আছে ? আপাতত সেই জল্পনায় বুঁদ নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji: ‘জাগো উমা’-র আনলকডাউন সংস্করণের পোস্ট কি শুধুই কলকাতার মনের হাল ফেরাতে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement