Srijit Mukherji: ‘জাগো উমা’-র আনলকডাউন সংস্করণের পোস্ট কি শুধুই কলকাতার মনের হাল ফেরাতে?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ফেসবুক আবার ফিরিয়ে এনেছে বছরখানেক আগের গানটিকে ৷ সেখানে ‘উমা’-র কুশীলবরা বলছেন, আবার পুরনো চেনা ছন্দে ফিরবে কলকাতা ৷
কলকাতা : মৃত্যুমুখীর স্বপ্নকে মৃত্যুঞ্জয়ী করার গল্প বলেছিল ‘উমা’ (Uma)৷ তিন বছর আগে মুক্তি পাওয়া এই ছবি দেখিয়েছিল কলকাতা চাইলে সব কিছু করতে পারে ৷ অকালবোধনকেও এই শহর এনে ফেলতে পারে অকালেই৷ ছবির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল ‘জাগো উমা’ গানটিও ৷ অনুপম রায়ের কথা ও সুরে, রূপঙ্করের কণ্ঠে সেই গান নতুন করে ধরা দিয়েছিল গত বছরের মাঝামাঝি ৷ বার্তা দিয়েছিল প্রতিকূলতা পেরিয়ে নতুন দিনে পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার ৷
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ফেসবুক আবার ফিরিয়ে এনেছে বছরখানেক আগের গানটিকে ৷ সেখানে ‘উমা’-র কুশীলবরা বলছেন, আবার পুরনো চেনা ছন্দে ফিরবে কলকাতা ৷ একই রয়েছে গানের কথাগুলো ৷ শুধু বদলে গিয়েছে দৃশ্যায়ন ৷
‘উমা’-র কুশীলবদের মধ্যে গানে অংশ নিয়েছিলেন সকন্যা যিশু সেনগুপ্ত ৷ এ ছাড়াও বাকি অভিনেতাদের মধ্যে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় স্বয়ং ৷ সৃজিত এই ছবিতে অভিনয়ও করেছিলেন ৷ শুধু অভিনেতারাই নন ৷ ‘জাগো উমা’-র নতুন রূপে দেখা গিয়েছে ‘উমা’-র প্লেব্যাক শিল্পী রূপঙ্কর, অনুপম, সিধু এবং সুরঙ্গমাকে ৷
advertisement
advertisement
তারকাদের পাশাপাশি দেখা গিয়েছে সাধারণ কলকাতাবাসীকেও ৷ তাঁদের হাতের প্ল্যাকার্ড বলেছে, কোলাহল, নতুন জীবন, কাজের গতি, নতুন কথা, আন্তরিকতা আবার জাগবে ৷ কলকাতাবাসীর জীবনে ফিরে আসবে সিনেমা দেখা এবং আড্ডা ৷ আবার জাগবে পথঘাট৷ নতুন করে চাকা ঘুরবে ৷ নতুন করে হিসেব মিলবে ৷ ‘নিউ নর্মাল’ বা নব্য স্বাভাবিক-এ স্বাগত জানিয়ে প্রতিশ্রুতি ছিল পুরনো ছন্দে ফিরে যাওয়ার ৷
advertisement
তখনও কেউ আশঙ্কা করেননি, করোনার দ্বিতীয় ঢেউ এত ভয়াল হয়ে ফিরে আসবে ৷ নতুন স্বাভাবিক ছেড়ে কলকাতা যখন পুরনো স্বাভাবিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, তখনই আছড়ে পড়েছে অতিমারির দ্বিতীয় ঢেউ ৷ এর অভিঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে জীবন ৷ তিলোত্তমা আবার কল্লোলিনী হতে পারেনি ৷ পূর্ণ লকডাউন না হলেও আবার ফিরে এসেছে কার্যত লকডাউন তথা কড়া বিধিনিষেধ ৷
advertisement
এই দমবন্ধ করা পরিস্থিতিতে সৃজিত নতুন করে পোস্ট করলেন ‘জাগো উমা’-র আনলকডাউন সংস্করণ ৷ যেখানে টলিউড চাইছে আবার কলটাইমের তাড়ায় ঘুম থেকে উঠতে ৷
অতিমারি আবহে যে পরিচালক সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল খুলে দিয়েছেন বিভিন্ন ধরনের সহায়কতথ্যের জন্য, নিজেও ঝাঁপিয়ে পড়েছেন ত্রাণে, সেখানে তাঁর এই পোস্ট কি শুধুই মানুষের মনের হাল ফেরাতে ? নাকি নেপথ্যে অন্য বার্তা বা তাৎপর্য আছে ? আপাতত সেই জল্পনায় বুঁদ নেটিজেনরা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2021 1:54 PM IST