কলকাতা : ‘‘ জীবনের শেষ সফর সুন্দর হোক, কিংবদন্তি’’- সামাজিক মাধ্যমে এ ভাষাতেই প্রয়াত পরিচালক তরুণ মজুমদারকে শ্রদ্ধা জানালেন সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিনহার যে কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জ ছিল, তার শেষ নাম আজ আমাদের ছেড়ে চলে গেলেন ৷ তাঁর ছবির নৈপুণ্যে বক্স অফিসের সাফল্যের পরশপাথরের রহস্যভেদ হয়েছিল ৷ লিখেছেন সৃজিত ৷
প্রয়াত পরিচালকের অসংখ্য ছবির মধ্যে থেকে সৃজিত উল্লেখ করেছেন ‘নিমন্ত্রণ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘সংসার সীমান্তে’, ‘পলাতক’, ‘কাচের স্বর্গ’, ‘ঠগিনী’, ‘গণদেবতা’, ‘চাওয়া পাওয়া’, ‘বালিকা বধূ’, ‘দাদার কীর্তি’-র কথা ৷ তবে তাঁর যে খ্যাতি ও সম্মান প্রাপ্য ছিল, তা থেকে বঞ্চিত হয়েছেন তরুণ মজুমদার, মত সৃজিতের ৷ শ্রদ্ধার্ঘ্যবার্তার শেষে তিনি লিখেছেন চিরকাল ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া তরুণ মজুমদারকে বিদায় ৷ কিংবদন্তির শেষ সফর ভাল হোক ৷
The last of the constellation which had Ray,Ghatak,Sen & Sinha, who cracked the rare alchemical code of box office, film festival & awards glory regularly leaves us today. Nimontron, Shreeman Prithviraj, Shongshar Shimaante,Pawlatok, Thogini - travel well, Legend. #TarunMajumdar
— Srijit Mukherji (@srijitspeaketh) July 4, 2022
গত ১৪ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তরুণ মজুদার ৷ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল ১১ টা ১৭ মিনিটে প্রয়াত হন নবতিপর পরিচালক ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া বাংলা ছবির জগতে ৷ তাঁর অসুস্থতার পর্বে আরও একবার প্রবীণ পরিচালককে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন সৃজিত ৷ তাঁর লেখা বই ‘সিনেমা পাড়া দিয়ে’ ছিল তাঁর পোস্টের উপজীব্য৷ সৃজিত লিখেছিলেন ‘‘দূরতম ভাবেও ছবির সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেকের কর্তব্য তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে’’৷
আরও পড়ুন : লড়াই শেষ, প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদার, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন : লড়াই শেষ, প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদার, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
তরুণ মজুমদারের লেখা গদ্যের ভাষা ঝরঝরে বলে বর্ণনা করেন সৃজিত ৷ বইয়ের সহমর্মিতা মন ছুঁয়ে যায়, লিখেছেন সৃজিত ৷ পাশাপাশি এই বইয়ে যে ছোটখাটো তথ্য আছে, তা হৃদয়গ্রাহী ৷ তবে বাংলা আধুনিক গানের যাত্রাপথ নিয়ে তরুণ মজুমদারের দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের মতামতের সাদৃশ্য নাও থাকতে পারে ৷ তবে তাঁর গদ্য অমূল্য, মনে করেন সৃজিত ৷ সেখানেও তরুণ মজুমদারকে প্রকৃত কিংবদন্তি বলে বর্ণনা করেছেন পরিচালক সৃজিত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srijit Mukherji, Tarun Majumdar