এবার কি ভাঙতে বসল সৃজিত-মিথিলার বহুচর্চিত সংসার? গানের লাইনে সূত্র খুঁজছে টলিউড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার বিয়ে ভাঙার চর্চা।
#কলকাতা: জোরালো গুঞ্জন। একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার বিয়ে ভাঙার চর্চা। সোশ্যাল মিডিয়ায় দু'জনেরই এমন সব পোস্ট যে, অনুরাগীরা দুয়ে-দুয়ে চার করার চেষ্টায় লেগে পড়েছেন। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিউডের অন্দর ও বাহিরে। তবে কি বিয়ে ভাঙার পথে সৃজিত-মিথিলা?
কী এমন পোস্ট তাঁদের? সৃজিত-মিথিলা কোথায়? কী লিখেছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়? রহস্য বাড়াচ্ছে এমনই সব প্রশ্ন। মিথিলা মেয়ে আইরাকে নিয়ে ব্যাংককে ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। তবে তাঁদের সঙ্গে সৃজিত সেখানে নেই। কয়েকদিন আগে একসঙ্গে দেখা গিয়েছিল গোটা পরিবারকে। তবে তার পরেই সোশ্যাল পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।
advertisement
advertisement
আরও পড়ুন: কবর থেকে শিশুর দেহ তুলতেই সামনে এল বাবার হাড়হিম কীর্তি! তোলপাড় কলকাতা
ট্যুইটারের পোস্টে জোন বায়েজের লেখা 'ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা' গানের লাইন কোট করেছেন সৃজিত। সঙ্গে সৈকতে ডালপালাহীন এক শুকনো গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি, এমন একটি ছবি। যতদূর চোখ যায়, ছবি জুড়ে শুধুই জলরাশি ও শূন্যতা। ক্যাপশনে যে গানের লাইন লেখা, তার মর্মার্থ, 'এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে...একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।'
advertisement
There's no need for anger There's no need for blame There's nothing to prove Everything's still the same Just a tree standing empty By the edge of the sea Farewell Angelina The sky is trembling And I must leave... pic.twitter.com/ifd6qkyTx3
— Srijit Mukherji (@srijitspeaketh) November 12, 2022
advertisement
How do you know that love is real? How do you know if it is fair? How far you travel to find an answer Before you know it isn't there? pic.twitter.com/k5ZlaOAUYF
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) November 12, 2022
advertisement
এই গান বিচ্ছেদের, দুঃখের। হঠাৎ এই গানের লাইন কেন পোস্ট করলেন পরিচালক? উদ্বিগ্ন অনুরাগীদের প্রশ্ন, কাকে বিদায় জানাচ্ছেন তিনি? শনিবার প্রায় একই সময়ে ব্যাংকক থেকে ছবি ও ট্যুইট করেছেন মিথিলাও। সেখানে লেখা রয়েছে, 'কী ভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কী ভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?' প্রসঙ্গত, কিছু দিন আগেই শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টলিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। এমন আবহে সৃজিত মিথিলার এমন পোস্টেই রহস্য আরও দানা বেঁধেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2022 12:48 PM IST

