#কলকাতা: ২৯ ফেব্রুয়ারি হয়ে গেল পরিচালক সৃজিত ও মিথিলার রিসেপশন ৷ স্বভূমির ‘রাজকুটির’- সেজে উঠেছিল সৃজিত ও মিথিলার রিসেপশনে ৷ লাল শাড়ি, হাতে মেহন্দিতে সেজে উঠেছিলেন সৃজিতের স্ত্রী মিথিলা ৷ অন্যদিকে শর্বরী দত্তের ডিজাইন করা পঞ্জাবিতে সেজে ছিলেন সৃজিত ৷
গোটা টলিউডই হাজির হয়েছিলেন সৃজিত ও মিথিলার রিসেপশনে ৷
এবার সেই রিসেপশনের ছবি দিয়ে সৃজিতের উদ্দেশ্যে গানের কলি লিখলেন মিথিলা ৷
মিথিলা ট্যুইটে লিখলেন, ‘ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি, তোমার প্রাসাদ প্রাঙ্গণে...’
দেখুন মিথিলার সেই ট্যুইট---
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি, তোমার প্রাসাদ প্রাঙ্গণে...@srijitspeaketh pic.twitter.com/OA1TZ4FaOb
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) March 3, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।