Srijit Mukherjee: করোনা আক্রান্ত চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, জানালেন ট্যুইট করে

Last Updated:

Covid 19: এর আগে খবর পাওয়া যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়।

সৃজিত মুখোপাধ্যায়
সৃজিত মুখোপাধ্যায়
#কলকাতা: কোভিড আক্রান্ত চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শনিবার নিজেই ট্যুইট করে জানালেন সে কথা। তিনি ট্যুইটারে শনিবার লেখেন, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
এর আগে খবর পাওয়া যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও বলেন, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন অবিলম্বে কোভিড পরীক্ষা করিয়ে নেন। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোভিড পজিটিভ হওয়ার খবর আসে। যদিও তিনি ওমিক্রনে আক্রান্ত হননি। শনিবার রাতে জানা যায়, সৌরভ  ডেল্টা প্লাস প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
advertisement
advertisement
অন্য দিকে, শেষ ২৪ ঘণ্টার থেকে আরও এক হাজার বেড়ে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের পরিমাণ। আগের ২৪ ঘণ্টার রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪৫১, শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে সেই দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫১২। বেড়ে কলকাতায় দৈনিক সংক্রমিতের সংখ্যাও। আগের ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৫৪, সেটাই শনিবারের হিসাবে বেড়ে হয়েছে ২ হাজার ৩৯৮। অর্থাৎ এক কথায় আক্রান্তের সংখ্যা বেড়েছে লাফিয়ে।
advertisement
শেষ ২৪ ঘণ্টায় চার হাজারের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে ৪ হাজার ৫১২-তে। এর ফলে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সংক্রমণের হারও। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৪২ জনের। তার মধ্যেই সাড়ে চার হাজার আক্রান্ত হওয়ায় সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১২.০২ শতাংশে। এই সময়ের মধ্যে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট  ৯ জনের। এর ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৩-এ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherjee: করোনা আক্রান্ত চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, জানালেন ট্যুইট করে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement