Sonu Nigam Covid Positive: সপরিবার করোনায় আক্রান্ত সোনু নিগম !

Last Updated:

Sonu Nigam Tested Positive For COVID-19: ভুবনেশ্বরে একটি শো করতে যাওয়ার কথা থাকলেও সেটা শেষপর্যন্ত সম্ভব হয়নি ৷ সোনু এবং তাঁর পরিবার বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৷

সোনু নিগম- বলিউডের অন্য়তম গায়ক তিনি। এক সময়ে সোনুর গান ছাড়া বলিউডের ছবি ভাবাই যেত না।  হিট গানের সংখ্যা গুনে শেষ করা যাবে না তাঁর। প্রতি গান ১১ লক্ষ টাকা করে নেন সোনু নিগম।
সোনু নিগম- বলিউডের অন্য়তম গায়ক তিনি। এক সময়ে সোনুর গান ছাড়া বলিউডের ছবি ভাবাই যেত না। হিট গানের সংখ্যা গুনে শেষ করা যাবে না তাঁর। প্রতি গান ১১ লক্ষ টাকা করে নেন সোনু নিগম।
মুম্বই: করোনার হাত থেকে রেহাই পেলেন না গায়ক সোনু নিগম এবং তাঁর পরিবার ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সোনু নিগম জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত ৷ বর্তমানে দুবাইতে রয়েছেন ৷ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে সোনুর স্ত্রী মধুরিমা এবং ছেলেরও ৷ ভুবনেশ্বরে একটি শো করতে যাওয়ার কথা থাকলেও সেটা শেষপর্যন্ত সম্ভব হয়নি ৷ সোনু এবং তাঁর পরিবার বর্তমানে আইসোলেশনে রয়েছেন (Sonu Nigam Tested Covid Positive) ৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ক্যাপশনে সোনু লিখেছেন, ‘‘ আমি কোভিড পজিটিভ ৷ আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ২০২২ ৷ ’’ তিনি জানান, ‘‘ আমি এই মুহূর্তে দুবাইতে রয়েছি ৷ ভুবনেশ্বরে সুপার সিঙ্গার সিজন ৩-এর শ্যুটিং করতে আসার কথা ছিল ৷ কিন্তু আমার পরীক্ষার ফল পজিটিভ এসেছে ৷ এরপর আরও একবার পরীক্ষা করালেও রেজাল্ট পজিটিভই আসে ৷ আমার মনে হয় এখন এই নিয়েই মানুষকে চলতে হবে ৷ ’’
advertisement
এদিকে দেশে কোভিডের দৈনিক সংক্রমণের দিক থেকে ফের এক নম্বরে চলে এল মহারাষ্ট্র ৷ এক দিনে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৫১ শতাংশ। সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৬০ জন। তবে মঙ্গলবার একধাক্কায় আক্রান্তের সংখ্যা বে়ড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ জন। মুম্বই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার ৩৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Nigam Covid Positive: সপরিবার করোনায় আক্রান্ত সোনু নিগম !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement