Healthier habits in 2022: নতুন বছরে সঙ্গে থাক সুস্বাস্থ্যের আশীর্বাদ, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

Last Updated:

কিছু সহজ টিপস শেয়ার করছেন ডা. জেনিফার প্রভু যা একটু মেনে চলতে পারলেই দীর্ঘস্থায়ী ফল লাভ হবে।

Representative Image
Representative Image
#নয়াদিল্লি: নতুন বছর মানেই তা কিছু ইতিবাচক দিক এবং আশার অনুভূতি নিয়ে আসে। যদিও নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে ভালো ডায়েট শুরু করার পরিকল্পনা করেও শুধুমাত্র কয়েক সপ্তাহ পরেই সেগুলি ছেড়ে দেন। এই প্রতিবেদনে কিছু সহজ টিপস শেয়ার করছেন ডা. জেনিফার প্রভু যা একটু মেনে চলতে পারলেই দীর্ঘস্থায়ী ফল লাভ হবে (Healthier Habits in 2022)।
বেশি পরিমাণে শাক-সবজি খাওয়া
রোগ প্রতিরোধমূলক ওষুধ হিসাবে উদ্ভিদের শক্তিকে কিছুতেই অস্বীকার করা যায় না। ফল, শাকসবজি, বাদাম, শস্য এবং শিম জাতীয় সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী পুষ্টিগুণে ভরপুর। প্রাকৃতিক ভিটামিন C এবং E যুক্ত পালং শাক, মেথি, লালশাক, ব্রকোলি, বাঁধাকপি আমাদের শরীরে ইমিউন শক্তি বৃদ্ধি করে। মাশরুম, বাদাম, কুমড়োর বীজ, তিলের বীজ, মসুর এবং মটরশুটিতে রয়েছে প্রাকৃতিক জিঙ্ক।
advertisement
advertisement
অত্যাধিক প্রদাহজনিত খাদ্য না খাওয়া
কেউ যদি হাঁটুর ব্যথা, ব্রন বা মাথাব্যথা ইত্যাদিতে ভোগেন তবে দুধ এবং দুধজাত পণ্য (দই, মাখন, পনির, ঘি) না খাওয়াই শ্রেয়। তবে সপ্তাহে মাত্র ১-২ দিন এগুলি সামান্য পরিমাণে খাওয়া যেতেই পারে। এ কথা ঠিক যে, দুগ্ধজাত খাবার এড়ানো কঠিন, তবে এর বিকল্প হিসেবে ভেগান পণ্য ব্যবহার করা যেতে পারে।
advertisement
Dr. Jennifer Schwalbe Prabhu, MD , FAAP, FACP, MT(ASCP), CEO & Co-Founder, Circee Health. Circee Health Dr. Jennifer Schwalbe Prabhu, MD , FAAP, FACP, MT(ASCP), CEO & Co-Founder, Circee Health
নিজেকে প্রস্তুত করা
কার্ডিওভাসকুলার এক্সারসাইজের জন্য জিমে যাওয়া প্রয়োজন নেই। আমরা সঠিক পরিমাণে পরিশ্রম করছি কি না নিশ্চিত করার সবচেয়ে ভালো নিয়ম হল যদি আমরা ব্যায়াম করার সময় সামান্য কথোপকথন চালিয়ে যেতে পারি এবং যাতে আমাদের শ্বাসকষ্ট অনুভূত না হয়। উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আরও কিছুটা এক্সারসাইজ করা যেতেই পারে।
advertisement
পর্যাপ্ত ঘুম
সাধারণ জীবনধারা পরিবর্তনে ঘুমের গভীরতা এবং সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। খারাপ ঘুম, বিষণ্ণতা এবং উদ্বেগ এই সব কিন্তু উচ্চ রক্তচাপ এমনকী সংক্রমণের ঝুঁকিও বাড়িয়ে দেয়। নতুন বছরে তাই প্রতিজ্ঞা হোক নিজেকে আনন্দে রাখা ও সুস্থ স্বাভাবিক ঘুমানোর চেষ্টা করা। রোজকার শরীরচর্চার সময় বদলে যদি সন্ধ্যায় বা রাতে স্থানান্তরিত করা যায় তবে ঘুম ভালো হবে।
advertisement
নতুন কিছু ট্রাই করা
জীবনের যে কোনও সময়ে দাঁড়িয়েই কিন্তু নতুন কিছু ট্রাই করা যায়। এতে ধীরে ধীরে জীবনে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে। প্রকৃতপক্ষে, অনেক গবেষণায় দেখা গিয়েছে যে নির্দিষ্ট কোনও শখ নেই এমন মানুষরা কিন্তু বেশিরভাগ সময় অনেক তাড়াতাড়িই জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন।
advertisement
উপরের এই পাঁচটি টিপস নিয়ে নিজেদের মতো করে গবেষণা চলতেই পারে। তবে এই নতুন বছরে নতুন কিছু করতে ডা. জেনিফারের পরামর্শে বিশ্বাস রাখা ভালো।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthier habits in 2022: নতুন বছরে সঙ্গে থাক সুস্বাস্থ্যের আশীর্বাদ, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement