Home /News /entertainment /

বিরাট কোহলিকে নিয়ে সোনাক্ষির গোপন কথা ! সলমনের সমর্থনও, সুপার ভাইরাল ভিডিও

বিরাট কোহলিকে নিয়ে সোনাক্ষির গোপন কথা ! সলমনের সমর্থনও, সুপার ভাইরাল ভিডিও

সব জল্পনার অবসান হবে আগামিকালই

 • Share this:

  #মুম্বই: সলমন খান ও সোনাক্ষি সিনহা বর্তমানে ব্যস্ত দাবাং ৩ ছবির প্রমোশন ৷ সলমন খান প্রমোশনের জন্য কোনও কিছুরই খামতি রাখছেন না ৷ সলমন খান ও সোনাক্ষি সিনহা যেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বক্তব্য পেশ করেছেন ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ আগামী ১৫ ডিসেম্বর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ রয়েছে ৷

  সেই বিষয় নিয়ে স্টার স্পোটর্সের ট্যুইটার অ্যাকাউন্টে সোনাক্ষি বিরাটের সম্পর্কে একটি বিশেষ কথা বলেছেন ৷ একটি ভিডিওতে সলমন ও সোনাক্ষি হালকা চালে ডাবাং ৩ ছবির বিষয়ে কথা বলছেন সেখানেই চুলবুল পান্ডে অর্থাৎ সলমন খানকে বলছেন আগামী ১৫ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজের খেলা স্টার স্পোটর্সের স্টুডিওতে বসে দেখতে চান তাঁরা ৷ সলমন খানও সোনাক্ষির এই প্রস্তাবে সহমত পোষণ করেছেন ৷ আপাতত সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Dabangg 3, Salman Khan, Sonakshi Sinha

  পরবর্তী খবর