প্রকাশ্য়ে আসছে ঘনিষ্ঠতা? শোলাঙ্কির অন্য রূপে মুগ্ধ সোহম কী বলে বসলেন!

Last Updated:

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন গাঁটছড়ার খড়ি। ভারী কাজের লেহঙ্গা, কোমর ছোঁয়া বিনুনি, কানে ঝুমকো- চেনা ছকের খানিক বাইরে অভিনেত্রী।

শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার।
শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার।
শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার। দু'জনের প্রেমের গুঞ্জনে উত্তাল টলিউড। নিজেদের এই রসায়ন নিয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। কিন্তু গোপন কথাটি আর গোপন থাকছে কই! এ বার দুই তারকার মিষ্টি খুনসুটি গড়িয়েছে নেটমাধ্যমেও।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন গাঁটছড়ার খড়ি। ভারী কাজের লেহঙ্গা, কোমর ছোঁয়া বিনুনি, কানে ঝুমকো- চেনা ছকের খানিক বাইরে অভিনেত্রী। কয়েক মুহূর্তের ভিডিয়োয় তাক লাগিয়েছেন অনুরাগীদের। শোলাঙ্কিতে মুগ্ধ সোহমও। মনের কথা প্রকাশ্যেই জানিয়েছেন 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র অভিনেতা। লিখেছেন, "চুল বড় করার অনুপ্রেরণা পাচ্ছি তোমার থেকে।"
বিশেষ বন্ধুর মন্তব্যের উত্তর দিয়েছেন শোলাঙ্কি। রসিকতার সুরে লিখেছেন, "আমিও অনুপ্রেরণা পেয়েছি... চুল ছোট করে কেটে ফেলার!" এর পরেই সোহমের খোঁচা, "ধ্বংসাত্মক"। চুপ থাকেননি 'খড়ি'ও। তাঁর উত্তর, "আমার চুল, আমার ইচ্ছা!"
advertisement
advertisement
দু'জনের খুনশুটি অনুরাগীদের নজর এড়ায়নি। আরও একবার চর্চার রসদ জোগাচ্ছে সোহম-শোলাঙ্কির রসায়ন।
advertisement
কয়েক মাস আগেই দু'জনের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এ বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি সোহম বা শোলাঙ্কি। তবে অভিনেত্রীর জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি দিয়েছিলেন সোহম। পর্দাতেও খুব শীঘ্রই একসঙ্গে জুটি বাঁধবেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্য়ে আসছে ঘনিষ্ঠতা? শোলাঙ্কির অন্য রূপে মুগ্ধ সোহম কী বলে বসলেন!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement