সব শেষ হয়ে গেল...! প্রসবের পরেই সদ্যোজাতর মর্মান্তিক মৃত্যু... বহুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সোহিনীর জীবনে ভয়াবহ বিপর্যয়, পাশে বন্ধু শ্রুতি

Last Updated:

কিন্তু যে প্রাণ আলোই দেখল না? যে ফুল না ফুটিতে, ঝরেছে ধরণীতে? সেই সত্য মেনে নেবে কে? অদৃষ্টের এই নিষ্ঠুর পরিহাস সহ্য করার শক্তি কার আছে?

News18
News18
‘জীবনে যত পূজা হল না সারা
জানি হে জানি তাও, হয়নি হারা…’
মৃত্যু কেবল মিথ্যে হোক। এ পৃথিবীতে সব লড়াই তো জীবনেরই জন্য। তবু সবচেয়ে নিষ্ঠুর পরিহাস, এ পৃথিবীর সব থেকে কঠিন, মর্মান্তিক সত্যি তো মৃত্যুই। জীবনের কিছু সময় কাটানোর পরে চলে যান যাঁরা, তাঁদের মৃত্যু মেনে নিতেই হয়। সময়ের নিয়ম, জীবনের নিয়ম। কিন্তু যে প্রাণ আলোই দেখল না? যে ফুল না ফুটিতে, ঝরেছে ধরণীতে? সেই সত্য মেনে নেবে কে? অদৃষ্টের এই নিষ্ঠুর পরিহাস সহ্য করার শক্তি কার আছে?
advertisement
advertisement
সোহিনী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁকে সবাই প্রায় চেনেন। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় প্রেগন্যান্সির প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উদযাপন করেছেন সোহিনী। অনাগত ভবিষ্যতকে ভেবে, কল্পনা করে তাঁর আনন্দ ছিল সীমাহীন। স্বপ্নের বোনা সেই জাল ছিঁড়ে যাবে, কে জানত! মাতৃত্বের সাধ আস্বাদন করলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই কোল শূন্য হয়ে গেল। আমরা যোগাযাগ করেছিলাম তাঁর কাছের বান্ধবী শ্রুতি দাসের সঙ্গে। শ্রুতি নিজেও বিধ্বস্ত। ব্যস্তও বটে। নতুন ধারাবাহিকের কাজ চলছে তাঁর। তবু তাঁর মাঝেই তিনি জানিয়েছেন, ‘আমি এখন আউটডোরে তাই ওঁর কাছে যেতে পারিনি। তবে অনিদার সঙ্গে কাল অনেক রাত পর্যন্ত কথা হয়েছে। প্রসবের সময়ই দুর্ঘটনাটা ঘটেছে। সোহিনীরও রিস্ক ছিল, পরে বিপন্মুক্ত হয়েছে। ঈশ্বর ওকে শক্তি দিন। ও একেবারেই আমার পারিবারিক বন্ধু।’
advertisement
নিজের মাতৃত্বকালীন সময়টা প্রাণভরে উপভোগ করেছেন সোহিনী। তাঁর সঙ্গে যেন তাঁর সমাজমাধ্যমের বন্ধুরাও একাত্ম হয়ে গিয়েছিল। এই নিদারুণ শোকে বিধ্বস্ত গোটা নেটপাড়া।
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব শেষ হয়ে গেল...! প্রসবের পরেই সদ্যোজাতর মর্মান্তিক মৃত্যু... বহুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সোহিনীর জীবনে ভয়াবহ বিপর্যয়, পাশে বন্ধু শ্রুতি
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement