মিথ এবং ভুল ধারণার কারণে সময়ে রোগ নির্ণয় হচ্ছে না, চিকিৎসাতেও দেরি! অ্যাজমা বা হাঁপানি রোগের ভুল ধারণাগুলি জানালেন বিশেষজ্ঞ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অ্যাজমা বা হাঁপানি হল ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ বা দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ। মানসিক চাপ বা স্ট্রেস উপসর্গকে গুরুতর করে তুলতে পারে। এটা মানসিক অথবা মেন্টাল অবস্থা না-ও হতে পারে।
অ্যাজমা বা হাঁপানি হল একটি ক্রনিক শ্বাসজনিত অবস্থা। যা শ্বাসনালীর পথ সংকীর্ণ করে দেয় এবং প্রদাহ বা ইনফ্লেমেশন হয়। যার জেরে হুইজিং, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। যদিও এই অবস্থাটি ওষুধের দ্বারা কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ভারতে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এই হাঁপানি রোগে ভোগেন। যা সারা বিশ্বে ১৩ শতাংশ। দুর্ভাগ্যজনক ভাবে একাধিক মিথ এবং ভুল ধারণার কারণে সময়ে রোগ নির্ণয় করা যায় না। ফলে চিকিৎসাতেও দেরি হয়ে যায়। আর সবথেকে বড় কথা হল, ভারতে ৭০ শতাংশ অ্যাজমা বা হাঁপানি রোগ নির্ণয় করা হয়ে ওঠে না। যা রোগীর জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে। এই প্রসঙ্গে আলোচনা করছেন কে. জে সোমাইয়া কলেজ অফ নার্সিংয়ের লেকচারার জোভিতা অ্যানি অ্যালেক্স।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
