Job News: চাকরির সুবর্ণ সুযোগ, উত্তর দিনাজপুর জেলায় একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ কবে, জেনে নিন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Job News: উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিভিন্ন দফতরের একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ায় চাকরি–প্রত্যাশীদের জন্য খুলে গিয়েছে নতুন সুযোগের দরজা। স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত স্তর, মহকুমা প্রশাসন থেকে শুরু করে PM Poshan প্রকল্প—বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন দফতর ও স্বাস্থ্য দফতরের অধীনে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ASHA কর্মী থেকে শুরু করে GPHMO, বিভিন্ন NHM/NUHM প্রকল্পের কর্মী, এমনকি অবসরপ্রাপ্তদের জন্য অ্যাকাউন্ট্যান্ট পদেও সুযোগ উন্মুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের তারিখও নির্ধারণ করেছে সংশ্লিষ্ট দফতরগুলি।
advertisement
advertisement
advertisement
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (CMOH Office)–র তরফে জানানো হয়েছে,মেমো নং DHFWS/UD/ADV/NHM/XV-FC/3977/25 (তারিখ: ২৫/১১/২০২৫)–এর বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে এবং নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেমো নং DHFWS/UD/ADV/NHM/XV-FC/3994/25 (তারিখ: ২৬/১১/২০২৫)।আবেদনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৫।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিভিন্ন দফতরের একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ায় চাকরি–প্রত্যাশীদের জন্য খুলে গিয়েছে নতুন সুযোগের দরজা। স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত স্তর, মহকুমা প্রশাসন থেকে শুরু করে PM Poshan প্রকল্প—বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়া ও সাক্ষাৎকারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জেলার কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই ধারাবাহিক উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সাধারণ মানুষ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য








