Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধান বিচারপতি সূর্য কান্তও বলেন, 'মানবিকতার খাতিরে কখনও কখনও রাষ্ট্রকে মাথা নত করতেই হয়৷'
অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছরের সন্তানকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ কেন্দ্রের পক্ষ থেকেও শীর্ষ আদালতকে লিখিত ভাবে জানানো হয়েছে, মানবিকতার কথা বিবেচনা করেই সোনালি এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফেরানো হবে৷
শুধু ফিরিয়ে আনাই নয়, ভারতে আসার পর অন্তঃসত্ত্বা সোনালি এবং তাঁর ছেলের চিকিৎসা যাতে ঠিক মতো হয়, কেন্দ্রকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
সোনালি খাতুনের দাবি, তিনি ভারতীয় নাগরিক ভদু শেখের কন্যা৷ নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে জানান, ভদু শেখের নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে নাগরিকত্ব আইন অনুযায়ী সোনালি এবং সোনালির সন্তানরাও ভারতীয় নাগরিকই হবেন৷
advertisement
advertisement
প্রধান বিচারপতি সূর্য কান্তও বলেন, ‘মানবিকতার খাতিরে কখনও কখনও রাষ্ট্রকে মাথা নত করতেই হয়৷’ এ বছরের শুরুতেই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বীরভূমের বাসিন্দা সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়৷ মেয়ে সোনালি খাতুন, জামাই দানিশ শেখ এবং ৮ বছরের নাতিকে ফিরিয়ে আনতে আইনি লড়াই শুরু করেন ভদু শেখ৷
অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করার পর সুইটি বিবি, তাঁর স্বামী এবং দুই সন্তানকেও এ বছরের ১৮ জুন গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ গত ২৭ জুন সুইটির পরিবারকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়৷
advertisement
এ দিনের শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল৷ সোনালি, সুইটিদের মতো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আরও ছ জনকে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে আর্জি জানান তিনি৷ যদিও কপিল সিব্বলের এই আর্জির কড়া বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, ওই ছ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং কেন্দ্রীয় সরকারের হাতে এই দাবির সপক্ষে জোরাল তথ্যপ্রমাণ রয়েছে৷
advertisement
গত ২৬ সেপ্টেম্বর সোনালির বাবা ভদু শেখ এবং সুইটির স্বামী আমির খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সাতজনকেই একমাসের মধ্যে ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ যে পদ্ধতিতে সুইটি, সোনালিদের বাংলাদেশে পাঠানো হয়েছে তাকে অবৈধ বলেও রায় দিয়েছিল হাইকোর্ট৷
হাইকোর্টর নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানালে গত ১ ডিসেম্বর শীর্ষ আদালত সোনালি এবং তাঁর ছেলেকে ফেরানোর বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে পরামর্শ দেয়৷ হাইকোর্টের নির্দেশ না মানায় যাতে আদালত অবমাননার কোপে পড়তে না হয়, সেই আবেদন নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ শীর্ষ আদালতকে জানান, ওই সাতজনের ভারতীয় নাগরিকত্বের দাবিকে চ্যালেঞ্জ করতে চায় কেন্দ্র৷ সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ ডিসেম্বর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 5:44 PM IST

