Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!

Last Updated:

প্রধান বিচারপতি সূর্য কান্তও বলেন, 'মানবিকতার খাতিরে কখনও কখনও রাষ্ট্রকে মাথা নত করতেই হয়৷'

সোনালিদের ফেরানোর নির্দেশ হাইকোর্টের৷
সোনালিদের ফেরানোর নির্দেশ হাইকোর্টের৷
অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছরের সন্তানকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ কেন্দ্রের পক্ষ থেকেও শীর্ষ আদালতকে লিখিত ভাবে জানানো হয়েছে, মানবিকতার কথা বিবেচনা করেই সোনালি এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফেরানো হবে৷
শুধু ফিরিয়ে আনাই নয়, ভারতে আসার পর অন্তঃসত্ত্বা সোনালি এবং তাঁর ছেলের চিকিৎসা যাতে ঠিক মতো হয়, কেন্দ্রকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
সোনালি খাতুনের দাবি, তিনি ভারতীয় নাগরিক ভদু শেখের কন্যা৷ নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে জানান, ভদু শেখের নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে নাগরিকত্ব আইন অনুযায়ী সোনালি এবং সোনালির সন্তানরাও ভারতীয় নাগরিকই হবেন৷
advertisement
advertisement
প্রধান বিচারপতি সূর্য কান্তও বলেন, ‘মানবিকতার খাতিরে কখনও কখনও রাষ্ট্রকে মাথা নত করতেই হয়৷’ এ বছরের শুরুতেই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বীরভূমের বাসিন্দা সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়৷ মেয়ে সোনালি খাতুন, জামাই দানিশ শেখ এবং ৮ বছরের নাতিকে ফিরিয়ে আনতে আইনি লড়াই শুরু করেন ভদু শেখ৷
অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করার পর সুইটি বিবি, তাঁর স্বামী এবং দুই সন্তানকেও এ বছরের ১৮ জুন গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ গত ২৭ জুন সুইটির পরিবারকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়৷
advertisement
এ দিনের শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল৷ সোনালি, সুইটিদের মতো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আরও ছ জনকে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে আর্জি জানান তিনি৷ যদিও কপিল সিব্বলের এই আর্জির কড়া বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, ওই ছ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং কেন্দ্রীয় সরকারের হাতে এই দাবির সপক্ষে জোরাল তথ্যপ্রমাণ রয়েছে৷
advertisement
গত ২৬ সেপ্টেম্বর সোনালির বাবা ভদু শেখ এবং সুইটির স্বামী আমির খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সাতজনকেই একমাসের মধ্যে ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ যে পদ্ধতিতে সুইটি, সোনালিদের বাংলাদেশে পাঠানো হয়েছে তাকে অবৈধ বলেও রায় দিয়েছিল হাইকোর্ট৷
হাইকোর্টর নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানালে গত ১ ডিসেম্বর শীর্ষ আদালত সোনালি এবং তাঁর ছেলেকে ফেরানোর বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে পরামর্শ দেয়৷ হাইকোর্টের নির্দেশ না মানায় যাতে আদালত অবমাননার কোপে পড়তে না হয়, সেই আবেদন নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ শীর্ষ আদালতকে জানান, ওই সাতজনের ভারতীয় নাগরিকত্বের দাবিকে চ্যালেঞ্জ করতে চায় কেন্দ্র৷ সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ ডিসেম্বর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement