advertisement

Indian Railways: উত্তরবঙ্গ–দক্ষিণ ভারতের যাতায়াত আরও সহজ! মালদহ টাউন স্টেশনে থামবে আরও দুটি দূরপাল্লার ট্রেন, জানুন সময়সূচী

Last Updated:
Indian Railways: মালদহ টাউন স্টেশন হয়ে দুই নতুন সাপ্তাহিক ট্রেনের সময়সূচি প্রকাশ করল রেল। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণ ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত হবে
1/6
আরও গতি বাড়ল মালদহে রেল পরিষেবায়। এবারে আরও দুটি বিশেষ ট্রেন চলবে মালদহ হয়ে। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণ ভারত দ্রুত পৌঁছান যাবে বিশেষ এই ট্রেনে করে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
আরও গতি বাড়ল মালদহে রেল পরিষেবায়। এবারে আরও দুটি বিশেষ ট্রেন চলবে মালদহ হয়ে। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণ ভারত দ্রুত পৌঁছান যাবে বিশেষ এই ট্রেনে করে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া দুটি ট্রেনের নিয়মিত যাত্রার সময়সূচী জানান হল রেল কর্তৃপক্ষের তরফে। আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন যা সপ্তাহে একদিন চলবে মালদহ টাউন স্টেশন হয়ে।
প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া দুটি ট্রেনের নিয়মিত যাত্রার সময়সূচী জানান হল রেল কর্তৃপক্ষের তরফে। আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন যা সপ্তাহে একদিন চলবে মালদহ টাউন স্টেশন হয়ে।
advertisement
3/6
শুধু মালদহ নয় এই ট্রেন দুটি চালু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের। আগামী ২৪ জানুয়ারি বেঙ্গালুরু থেকে এবং ২৬ জানুয়ারি আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করবে আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন‌ নাম্বার ১৬৫৯৭ ও ১৬৫৯৮।
শুধু মালদহ নয় এই ট্রেন দুটি চালু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের। আগামী ২৪ জানুয়ারি বেঙ্গালুরু থেকে এবং ২৬ জানুয়ারি আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করবে আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন‌ নাম্বার ১৬৫৯৭ ও ১৬৫৯৮।
advertisement
4/6
ট্রেনটি প্রতি শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু থেকে ছাড়বে এবং প্রতি সোমবার রাত ১০টা ২৫ মিনিটে আলিপুরদুয়ার থেকে যাত্রা করবে। পূর্ব রেলের অধীনে এই ট্রেনটি উভয় দিকেই ডানকুনি, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট ও মালদহ টাউন সহ মোট ৪৬টি স্টেশনে থামবে। ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের কোচ রয়েছে।
ট্রেনটি প্রতি শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু থেকে ছাড়বে এবং প্রতি সোমবার রাত ১০টা ২৫ মিনিটে আলিপুরদুয়ার থেকে যাত্রা করবে। পূর্ব রেলের অধীনে এই ট্রেনটি উভয় দিকেই ডানকুনি, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট ও মালদহ টাউন সহ মোট ৪৬টি স্টেশনে থামবে। ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের কোচ রয়েছে।
advertisement
5/6
অন্যদিকে ২২ জানুয়ারি বেঙ্গালুরু এবং ২৫ জানুয়ারি রাধিকাপুর থেকে ছুটবে রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন নাম্বার ১৬২২৩ ও ১৬২২৪। এই সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু থেকে এবং প্রতি রবিবার রাত ৯টা ৩০ মিনিটে রাধিকাপুর থেকে ছাড়বে। এই ট্রেনটি ডানকুনি, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, নিউ ফরাক্কা ও মালদহ টাউন সহ মোট ৫২টি স্টেশনে যাত্রাবিরতি দেবে।
অন্যদিকে ২২ জানুয়ারি বেঙ্গালুরু এবং ২৫ জানুয়ারি রাধিকাপুর থেকে ছুটবে রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন নাম্বার ১৬২২৩ ও ১৬২২৪। এই সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু থেকে এবং প্রতি রবিবার রাত ৯টা ৩০ মিনিটে রাধিকাপুর থেকে ছাড়বে। এই ট্রেনটি ডানকুনি, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, নিউ ফরাক্কা ও মালদহ টাউন সহ মোট ৫২টি স্টেশনে যাত্রাবিরতি দেবে।
advertisement
6/6
ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাসের পাশাপাশি যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে শীতাতাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থাও রয়েছে। এই দুই নতুন ট্রেনের নিয়মিত চলাচলের ফলে উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও সুবিধাজনক হবে বলে অভিমত রেল যাত্রী থেকে জেলাবাসীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাসের পাশাপাশি যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে শীতাতাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থাও রয়েছে। এই দুই নতুন ট্রেনের নিয়মিত চলাচলের ফলে উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও সুবিধাজনক হবে বলে অভিমত রেল যাত্রী থেকে জেলাবাসীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement