Big Boss OTT 3: বিগবসের ঘরে সাপ! ভাইরাল ভিডিওতে দেখা গেল ভয়ঙ্কর ঘটনা! তারপর কী হল?

Last Updated:

Snake Spotted Inside Big Boss OTT 3 House viral video spotted: ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে ‘বিগ বস’ ঘরের সদস্য লাভকেশ কাতারিয়াকে শাস্তি স্বরূপ হাতকড়া পরানো হয়েছে৷ সেই ভিডিওতে নেটিজেনরা লক্ষ করেছে কাতারিয়ার পিছনে একটা সাপ হামাগুড়ি দিচ্ছে।

বিগবসের ঘরে সাপ, ভাইরাল ভিডিওতে দেখা গেল ভয়ঙ্কর ঘটনা৷
বিগবসের ঘরে সাপ, ভাইরাল ভিডিওতে দেখা গেল ভয়ঙ্কর ঘটনা৷
মুম্বই: ‘বিগ বস ওটিটি’র ঘর থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, বাড়ির বাগান এলাকায় একটা সাপ ঘুরে বেরাচ্ছে৷ এই ভয়ঙ্কর ঘটনায় হতবাক নেটিজেনরা৷ অনেকে সমাজমাধ্যমে বাড়ির সকল সদস্যদের জন্য চিন্তা প্রকাশ করেছে।
ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে ‘বিগ বস’ ঘরের সদস্য লাভকেশ কাতারিয়াকে শাস্তি স্বরূপ হাতকড়া পরানো হয়েছে৷ সেই ভিডিওতে নেটিজেনরা লক্ষ করেছেন কাতারিয়ার পিছনে একটা সাপ হামাগুড়ি দিচ্ছে।
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার সঙ্গে সঙ্গেই বেশ কিছু নেটিজেনদের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে৷ বিতর্কিত এই রিয়েলিটি শোয়ের নিরাপত্তা নিয়ে অনেকেই তিরস্কার করেছেন। লাভকেশের ভক্তরা নির্মাতাদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “নির্মাতাদের মানবিকতা বলে আর কিছু নেই৷’’ অন্যদিকে, কিছু নেটিজেনের বক্তব্য ভিডিওটি হয়তো আসল নয়, এডিটেড। যদিও Endemol Shine India বা জিও সিনেমা এখন পর্যন্ত ভাইরাল ভিডিও সম্পর্কে কোনও বিবৃতি জারি করেনি।
advertisement
প্রসঙ্গত, এই বছরের জুনেই জিও সিনেমাতে ‘বিগবস ওটিটি ৩’র প্রিমিয়ার হয়েছিল। এই রিয়েলিটি শোয়ের হোস্ট হলেন অনিল কাপুর৷ এই শো থেকেই নীরজ গোয়াত, পায়েল মালিক, পৌলোমি দাস এবং মুনিশা খাতওয়ানি সহ চারজন প্রতিযোগীকে এই শো থেকে বহিষ্কার করা হয়েছে।
advertisement
সম্প্রতি, বিগ বস ওটিটি ৩ আরও এক কারণে শীরোনামের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল৷ বিগবসের ঘরের ভিতরে একটা তর্ক-বিতর্কের পর প্রতিযোগী আরমান মালিক বিশাল পান্ডেকে চড় মেরেছিলেন। এই ঘটনাও অনলাইনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল৷ এই ঘটনায় নেটিজেনরা আরমানকে অপসারণের দাবি করেছে।
advertisement
বিশালের বোন নেহা পান্ডে নিউজ ১৮ শো’র সঙ্গে একটা সাক্ষাত্কারে এই বিষয়ে তাঁর নীরবতা ভেঙেছে, “আমি মনে করি তাঁকে (আরমান) বহিষ্কার করা উচিত৷ না হলে বাইরে ভুল বার্তা দেবে। এর ফলে আগামী মরশুমে মানুষ আরও হিংস্র হয়ে উঠতে পারে। তাও আরমানকে কিন্তু এখনও বহিষ্কার করা হয়নি৷ আর আমার ভাইও সেখানে আছে। আমি চাই ভাই মানসিকভাবে দৃঢ় থেকে শো জিতে আসুক”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Big Boss OTT 3: বিগবসের ঘরে সাপ! ভাইরাল ভিডিওতে দেখা গেল ভয়ঙ্কর ঘটনা! তারপর কী হল?
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement