একদিনের জন্য দেশজুড়ে সিনেমার টিকিটের দাম মাত্র ৭৫ টাকা! জাতীয় সিনেমা দিবসে অফার

Last Updated:

মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ধন্যবাদ জ্ঞাপন করে এই ঘোষণা করা হয়েছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: এক দিনের জন্য সিনেমা হলের খরচ কমছে৷ কমছে, কারণ সেই দিনটি জাতীয় সিনেমা দিবস হিসাবে স্বীকৃত৷ জাতীয় সিনেমা দিবসে, একদিনের জন্য সমস্ত সিনেমা হল সংস্থাগুলি যৌথ ভাবে সিনেমার টিকিটের দাম অনেকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ আর কম নয়, অনেকটাই কমছে টিকিটের দাম৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দিনে টিকিটের দাম সারা দেশজুড়ে হবে ৭৫ টাকা৷ তবে এই অফারগুলি পাওয়া যাবে এই গোটা পরিকল্পনায় অংশ নেওয়া দেশজোড়া মোট ৪ হাজার স্ক্রিনে৷ যে সংস্থাগুলি এই যৌথ পরিকল্পনায় অংশ নিয়েছে, সেগুলি হল পিভিআর, আইনক্স, সিনেমপলিস৷ এরা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ঘোষণা করেছে৷
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ধন্যবাদ জ্ঞাপন করে এই ঘোষণা করা হয়েছে৷ জাতীয় সিনেমা দিবস একটি একেবারেই নতুন ইভেন্ট৷ আমেরিকার ইতিমধ্যে এই বিশেষ দিনটি জনপ্রিয়তা পেয়েছে৷ সেখানে এক দিনের জন্য টিকিটের দাম কমিয়ে তিন ডলার করে দেওয়া হচ্ছে৷ ব্রিটেনের সিনেমা হলগুলিও এই সিদ্ধান্ত মেনেছে৷ তারা সেপ্টেম্বর মাের ৩ তারিখে জাতীয় সিনেমা দিবস পালন করছে, টিকিটের দাম কমিয়ে করা হয়েছে ৩ ইউরো৷
advertisement
advertisement
এই মাসেই পরের দিকে সেই তালিকায় যুক্ত হচ্ছে ভার৷ ১৬ সেপ্টেম্বর এই বিশেষ অফার পাওয়া যাবে বলে সংস্থাদের সংগঠন জানিয়েছে৷ জাতীয় সিনেমা দিবসের যে ঘোষণা করা হয়েছে, তাতে বলা হয়েছে, ভাষা, ভৌগলিক অঞ্চল, সিনেমা নির্বিশেষে টিকিটের দাম হবে ৭৫ টাকা করে৷ তবে থার্ড পার্টি কোনও অ্যাপ থেকে কাটা টিকিটের জন্য যে অতিরিক্ত দাম দিতে হয়, তা এর মধ্যে জড়িত নয়৷ সেপ্টেম্বর মাসের ৯ তারিখে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র মুক্তি পেতে চলেছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
একদিনের জন্য দেশজুড়ে সিনেমার টিকিটের দাম মাত্র ৭৫ টাকা! জাতীয় সিনেমা দিবসে অফার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement