Singer KK Death: ওই মঞ্চে সার বেঁধে দর্শক থাকলে দম নেওয়ার ফাঁকটুকুও থাকে না: কেকে-র মৃত্যুতে রূপম

Last Updated:

এক জন সঙ্গীতশিল্পী হিসেবে নিজের অভিজ্ঞতা জানিয়ে পরিশ্রমের কথা বললেন রূপম। মঞ্চের ও পারের গল্পটি তুলে ধরলেন পোস্টে।

#কলকাতা: গান গাইতে কষ্ট হচ্ছিল। তাও সুর থেকে বঞ্চিত করেননি কলকাতার শ্রোতাদের, ভক্তদের। তার ঘণ্টাখানেক পরেই চলে গেলেন কৃষ্ণকুমার কুন্নত (কেকে)। দেশজুড়ে স্তম্ভিত সঙ্গীতশিল্পী। মেনে নিতে পারছেন না কেউই। বিদেশ রয়েছেন রূপম ইসলাম। সেখান থেকেই ফেসবুকে শোকবার্তা জানালেন বাংলার প্রখ্যাত গায়ক। অভিযোগ তুললেন নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে। নিজের অভিজ্ঞতার কথা জানালেন রূপম।
তাঁর লেখায়, ‘নজরুল মঞ্চ ওভারক্রাউডেড হয়ে গেলে কী হয়, সে অভিজ্ঞতা আছে। এসি বন্ধ হয়ে যায়। মঞ্চেও সার বেঁধে দর্শক দাঁড়িয়ে থাকলে দম নেওয়ার ফাঁকটুকুও থাকে না। কয়েকদিন আগে এরকমই এক অনুষ্ঠানে রকসংগীত পরিবেশন করেছিলাম। অভ্যেস না থাকলে পারা মুশকিল— এ নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলাম। এখন হয়তো কেউ কেউ বুঝবেন— কতটা শারীরিক কষ্ট সহ্য করে আমাদের পারফর্ম করতে হয়। ঠান্ডার দেশ তো আর নয়!’
advertisement
নজরুল মঞ্চের মাত্রাতিরিক্ত ভিড়, অব্যবস্থা নিয়েই ইতিমধ্যেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। উপস্থিত অনেকেই বলছেন, মঙ্গলবার এই ভিড়ের পরিস্থিতি সামাল দিতে রবীন্দ্র সরোবর থানার পুলিশ এসেছিল। কিন্তু উদ্যোক্তারা পুলিশের বারণ শোনেনি বলেই অভিযোগ। যা সিট ক্যাপাসিটি, তার থেকে দ্বিগুণের বেশি দর্শক ঢোকা নিয়ে পুলিশ আপত্তি করেছিল।
advertisement
advertisement
সেই অভিযোগের ভিত্তিতেই এক জন সঙ্গীতশিল্পী হিসেবে নিজের অভিজ্ঞতা জানিয়ে পরিশ্রমের কথা বললেন রূপম। মঞ্চের ও পারের গল্পটি তুলে ধরলেন পোস্টে।
অনেক ছোট থেকেই কেকে-র ভক্ত রূপম। সে কথাও বিস্তারিত লিখতে ভুললেন না তিনি। ‘জন্নত’ ছবির গানে একসঙ্গে গান গেয়েছেন তাঁরা। কিন্তু আলাপ হয়নি দু’জনের। তা বলে কেকে-র গান নিয়ে মাতামাতি কম ছিল না তাঁর। তাই লিখেছেন, ‘খুব কম শিল্পীর গান চার ফর্ম্যাটে সংগ্রহ করে শুনেছি। প্রথমে ক্যাসেট। তারপর সিডি। তারপর ডিজিট্যাল। সব শেষে এল পি রেকর্ড। ‘পল’ অ্যালবামটি এমনই মারাত্মক এফেক্ট ফেলেছিল জীবনে যে ওই অ্যালবামের সব কিছুই সংগ্রহে আছে।’
advertisement
উপরন্তু এই অ্যালবামের ‘আপ কি দুয়া’ গানটি রক অ্যান্ড রোল-এর ধাঁচে ফেলে গেয়েছিলেন রূপম। সেই সময়ে যদিও ‘ফসিলস’ ততটা জনপ্রিয় হয়নি বলে মানুষের মনে নেই বলেই ধারণা রূপমের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer KK Death: ওই মঞ্চে সার বেঁধে দর্শক থাকলে দম নেওয়ার ফাঁকটুকুও থাকে না: কেকে-র মৃত্যুতে রূপম
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement