KK Death: অনুষ্ঠান শুরুর আগেই এসেছিল পুলিশ, ভাঙে ছাত্রের হাতও! নজরুল মঞ্চে ঠিক কী ঘটেছিল?

Last Updated:

KK Death: যদিও নজরুল মঞ্চের মাত্রাতিরিক্ত ভিড়, অব্যবস্থা নিয়েই ইতিমধ্যেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে।

বিদায় কেকে
বিদায় কেকে
#কলকাতা: প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র মিনিট দশেক আগেও মঞ্চ কাঁপাচ্ছিলেন তিনি। প্রত্যেকটি অনুষ্ঠান শেষ করেন তাঁর নব্বইয়ের দশকের সাড়া ফেলা বন্ধুত্বের গান দিয়ে। মঙ্গলবার রাতে মঞ্চ থেকে নামার আগেও গেয়েছেন, ‘ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়, ইয়ে না হো তো কেয়া ফির বোলো ইয়ে জিন্দগি হ্যায়...’ তারপরই কিছুক্ষণের মধ্যে সব শেষ।
যদিও নজরুল মঞ্চের মাত্রাতিরিক্ত ভিড়, অব্যবস্থা নিয়েই ইতিমধ্যেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। উপস্থিত অনেকেই বলছেন, মঙ্গলবার এই ভিড়ের পরিস্থিতি সামাল দিতে রবীন্দ্র সরোবর থানার পুলিশ এসেছিল। কিন্তু উদ্যোক্তারা পুলিশের বারণ শোনেনি বলেই অভিযোগ। যা সিট ক্যাপাসিটি, তার থেকে দ্বিগুণের বেশি দর্শক ঢোকা নিয়ে পুলিশ আপত্তি করেছিল। সেই সময় ছাত্রদের পক্ষ থেকে একজন পরিচয় দিয়েছিল তিনি প্রেসিডেন্ট। ওই অরাজকতার মধ্যে একটি ছাত্রের বাম হাত ভেঙে যায় বলে অভিযোগ। আর একজন ছাত্রের ওই ভিড়ের মধ্যে খুব সম্ভবত পড়ে গিয়ে হাত পা কেটে যায়। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল নজরুল মঞ্চে।
advertisement
advertisement
সোমবার নজরুল মঞ্চে বেহালা বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে পারফর্ম করেন কেকে। মঙ্গলবার সেই নজরুল মঞ্চে ফুলবাগান গুরুদাস কলেজের বার্ষিক অনুষ্ঠানে দুর্দান্ত পারফর্ম করেন। কেকের অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে থাকা কেউ কেউ বলছিলেন, এদিন মঞ্চে প্রচণ্ড ঘামছিলেন গায়ক। কিছুটা অস্বস্তিও বোধ করছিলেন। অনুষ্ঠান করতে করতেই মঞ্চে থাকা স্পটলাইট বারবার বন্ধ করতে বলেছিলেন কেকে। তাঁর শরীরে যে একটা অস্বস্তি হচ্ছিল, সেটা অনেকেরই চোখে পড়ে।
advertisement
আরও জানা যায়, এদিন একটা-দুটো গান করার পর বেশ কিছুক্ষণ করে বিশ্রাম নিচ্ছিলেন কেকে। পরে অবশ্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। আবার তাঁকে স্বাভাবিক ছন্দে দেখা যায়। কিন্তু ফেরার পথেই অসুস্থ। সুরের শহর, প্রাণের শহর, গানের শহর কলকাতা থেকে চিরবিদায় নিলেন কেকে। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থতা বোধ করেন বলে খবর। নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কে কে। ফিরে যান হোটেলে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
KK Death: অনুষ্ঠান শুরুর আগেই এসেছিল পুলিশ, ভাঙে ছাত্রের হাতও! নজরুল মঞ্চে ঠিক কী ঘটেছিল?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement