মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন জনপ্রিয় গায়ক পাপন৷ দিনকয়েক আগেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় গায়ক৷ হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা৷ প্রায় ৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন গায়ক৷ এখন কেমন আছেন গায়ক, তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ হয়নি গায়ক৷ একাধিক নিষেধাজ্ঞা রয়েছে চিকিৎসকের৷ বিশেষ করে খাওয়া-দাওয়া অনেক বেশি কড়াকড়ি রয়েছে৷ আপাতত এই কয়েকদিন বাইরের খাবার থেকে পুরোপুরি দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা৷ তাই ঘরোয়া খাবার খেয়েই দিন কাটাচ্ছেন গায়ক৷
আরও পড়ুন-বাহুডোরে জড়িয়ে প্রকাশ্যেই গালে চুম্বন! রাঘব-পরিণীতির রোম্যান্স দেখে হতবাক ভক্তরা
আরও পড়ুন-গর্ভবতী করে বিয়ে করেননি,সন্তানকেও করেছেন অস্বীকার! রইল লড়াকু ‘সুপার মম’-দের কাহিনি
রবিবারই বিমানবন্দর থেকে ছবি দিয়ে পাপন লেখেন,কাজে ফিরছি শীঘ্রই৷ যারা এই কঠিন সময়ে আমার জন্য প্রার্থনা করেছেন৷ তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ৷ হাসপাতালে যে কটা দিন ছিলেন সেই সময়টা গায়কের দেখাশোনা করেছেন তার ১৩ বছর ছেলে৷ গায়ক আবেগঘন পোস্টে জানিয়েছিলেন, সাধারণত ছোটোখাটো লড়াইয়ে আমি একাই সামলে নি৷ এই ছোট ঘটনা সাধারণত শেয়ার করি না সকলের সঙ্গে৷ তবে বৃহস্পতিবার দিনটা আলাদাই ছিল৷ এই প্রথম আমার ১৩ বছরের ছোট ছেলে আমার জন্য সারারাত হাসপাতালে কাটিয়েছে৷ আপাতত সকলেই প্রিয় গায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Singer