বলি অভিনেত্রীদের জীবনযুদ্ধের কাহিনি যেন সিনেমার চিত্রনাট্য৷ একা হাতে সংসার-সন্তান সামলে কেরিয়ারেও তারা সফল৷ মাদার্স ডে-র দিন সেই সমস্ত লড়াকু সুপার মম-দের কুর্নিশ৷ প্রথমেই রয়েছেন নীনা গুপ্তা৷ তিনিবাঁচেন নিজের শর্তে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম থেকে মাসাবার জন্ম সব মিলিয়ে নীনা যেন এক বিতর্কিত অধ্যায়। গর্ভবতী নীনাকে বিয়ে না করলেও তিনি পিছিয়ে আসেননি বরং সেই সময় এক হাতে মেয়ে মাসাবাকে বড় করেন এবং পুরো দায়িত্ব পালন করেন৷
নিজের ব্যক্তিগত জীবনেও যে কতটা ছক ভাঙতে পছন্দ করেন তা যেন হাতে-কলমে প্রমাণ দিয়ে দিচ্ছেন। ২০ বছরে বলি কেরিয়ারে অভিষেক হয়েছিল সুস্মিতার। বিয়ে না করেও মাত্র ২৪ বছর বয়সে রেনেকে দত্তক নেন সুস্মিতা এবং তার ঠিক দশ বছর পর মেয়ে আলিশাকে দত্তক নেন অভিনেত্রী৷ বর্তমানে মুম্বইয়ের ভারসোভাতে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন সুস্মিতার।