Parineeti-Raghav: বাহুডোরে জড়িয়ে প্রকাশ্যেই গালে চুম্বন! রাঘব-পরিণীতির রোম্যান্স দেখে হতবাক ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Parineeti-Raghav: রূপকথার বাগদান পর্ব শেষ করেই রাঘবের সঙ্গে প্রেমে মজে পরিণীতি চোপড়া৷ এবার সামনে এল নয়া একটি ভিডিও, যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷
মুম্বই: আর কোনও লুকোছাপা নয়, রাজনীতিবিদের সঙ্গে বাগদান সেরে ফেললেন বলিউডের পরী৷ শুরু হল নয়া পথচলা৷ রূপকথার বাগদান পর্ব শেষ করেই রাঘবের সঙ্গে প্রেমে মজে পরিণীতি চোপড়া৷ এতদিন প্রেম নিয়ে নীরব থাকলেও কতটা প্রেমে তিনি মজে আছেন তা এবার ভক্তদের সামনে চলে এল৷ একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ এবার সামনে এল নয়া একটি ভিডিও, যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷
পরিণীতি ও রাঘবের এনগেজমেন্ট সেরেমনির একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যেখানে কেসরি ছবি মাহি ভে-র গানের তালে গলা মেলাতে দেখা গিয়েছে বলিপাড়ার নয়া জুটিকে৷ তবে সবচাইতে যেটা মনে ধরেছে তা নিয়ে এখন চর্চা৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পরিণীতিকে বাহুডোরে আগলে ধরে রেখেছেন রাঘব, তারপরই গালে চুম্বন এঁকে দিয়েছেন৷ ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ভিডিওই এখন নেটদুনিয়ায় হটকেক৷
advertisement
advertisement
advertisement
পরিণীতির এনগেজমেন্ট নিয়ে শনিবার দিনভর উত্তেজনা ছিল তুঙ্গে৷ অবশেষে ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি চোপড়া৷ দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করলেন পরিণীতি চোপড়া৷ পুরোপুরি পাঞ্জাবি স্টাইলে নাচ-গানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছে পরিণীতির ও রাঘবের৷ নিজের সোশ্যাল মিডিয়ায় হবু বর রাঘবের সঙ্গে আংটিবদলের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বলিউড সুন্দরী৷ পরিণীতি ও দেশের তরুণ রাজনীতিবিদ রাঘবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ রাঘবের সঙ্গে ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, আমি যা কিছু চেয়েছি, আমি হ্যাঁ বলেছি৷ সঙ্গে জুড়ে দিয়েছেন আংটির ইমোজি৷ ঝড়ের গতিতে এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 10:59 PM IST









