Singer KK Died: ইয়ারো দোস্তি থেকে পল, গানে গানে জীবনের শিক্ষকও ছিলেন গায়ক কেকে

Last Updated:

অসংখ্য মানুষের প্রিয় গায়ক কেকে মারা গেলেন গানের শহর কলকাতায় এসে। (Singer KK Died)

Singer KK Died
Singer KK Died
#কলকাতা: কী ভয়ঙ্কর এক রাত। ইনস্টাগ্রামে চোখ রাখলে এখনও জ্বলজ্বল করছে লাইভ কনসার্টের আহ্বান ভিডিও থেকে অনুষ্ঠানের জমজমাট মুহূর্ত। অথচ সেই মানুষটা নেই। নেই মানে, চিরতরে নেই। প্রয়াত জনপ্রিয় তারকা গায়ক কেকে, ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। সারা বিশ্ব তাঁকে কেকে নামেই চেনে। অসংখ্য মানুষের প্রিয় গায়ক কেকে মারা গেলেন গানের শহর কলকাতায় এসে। (Singer KK Died)
পর পর দু'দিন লাইভ কনসার্ট। নজরুল মঞ্চে মঙ্গলবারের কনসার্ট শেষে সব শেষ। অনুষ্ঠান মঞ্চে অসুস্থতা, হোটেলে ফিরে বমি-পড়ে যাওয়া, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা থেকে ময়নাতদন্তের প্রস্তুতি। প্রাথমিক ভাবে এমন নানা কথাই এখন শোনা যাচ্ছে, যাবে। এটাই নিয়ম। এভাবেই সব মিলিয়ে যায় ধীরে ধীরে। কিন্তু যে মানুষটা আজ চলে গেলেন, তিনি শেষ পর্যন্ত গানই গেয়ে গেলেন এটা ভাবলে গায়ে কাঁটা দেবে সকলের। এমন গায়ক হওয়া সত্যিই ভাগ্যের।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by KK (@kk_live_now)

advertisement
আরও পড়ুন: নজরুল মঞ্চে জমজমাট গান গাইলেন প্রিয় গায়ক, শেষ হতেই সব শেষ! প্রয়াত কেকে, দেখুন
কেকে শুধুই একজন গায়ক নন। তিনি শিক্ষক। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ নয়, তিনি তাঁর গানেই দিয়েছেন জীবনের পাঠ। 'ইয়ারো দোস্তি বড়ি হি আজিব হ্যায়' গানটি বন্ধুত্ব কী তা শিখিয়েছে হাজার হাজার মানুষকে। বন্ধুত্বের সংজ্ঞা লিখে দেওয়া গান বললে, কেকে-র 'ইয়ারো' এককথায় গেয়ে উঠবেন সকলে। জীবন কতটা মুহূর্তের সঙ্গী, কতটা অনিশ্চিয়তায় ভরা সেই কথাগুলিই কেকে গেয়ে গিয়েছেন তাঁর 'পল' গানে।
advertisement
আরও পড়ুন: সমাপতনের শিকার! কেকে-এর মৃত্যুতে সামাজিক মাধ্যমে চরম কটূক্তি রূপঙ্করকে
এমনকী জীবনের শেষ গানেও তিনি এই কথাগুলোই বলে গেলেন। শোনা যাচ্ছে, এদিনের অনুষ্ঠানে কেকে-র শেষ গান ছিল 'পল'। মৃত্যুর চেয়ে বড় হয়ে গেলেন কেকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত গানই গাইলেন কেকে। এমন সঙ্গীতশিল্পী-শিক্ষককে হারিয়ে গোটা দেশ শোকস্তব্ধ। কলকাতায় কেকে-র প্রয়াণ খুব সহজে ভুলবে না মানুষ। শিল্পীর ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইলের নাম 'কেকে লাইভ নাও'। অথচ অদ্ভুত ভাবে মানুষটার প্রাণ নেই আর, সব থেমে গিয়েছে। শুধু থেকে গিয়েছে তাঁর অসংখ্য গান... এক রকস্টারের গান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer KK Died: ইয়ারো দোস্তি থেকে পল, গানে গানে জীবনের শিক্ষকও ছিলেন গায়ক কেকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement