#কলকাতা: গায়িকা জোজো মুখোপাধ্যায়কে চেনে না এমন কে আছে? বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। জোজোর গানের জনপ্রিয়তা গ্রাম থেকে শহরে ছড়িয়ে। নানা মঞ্চ থেকে সিনেমার গান সবেতেই গায়িকা নিজের দক্ষতার ছাপ রেখেছেন। কিন্তু মজার বিষয় এই গায়িকা সম্পর্কে কিছুই জানে না 'গুগল'। সম্প্রতি জোজো বেজায় রেগে রয়েছেন।
আপনি কি জানতেন, কলকাতায় জোজোর এক বিবাহিতা স্ত্রী রয়েছেন। যার নাম ঝুম্পা। ভাবছেন তো এসব কি বলছি। জোজোর স্ত্রী কোথা থেকে আসবেন। তিনি সব সময় একজন নারী। মনে প্রাণে নারী। তাহলে? এই খানেই গণ্ডগোল! সম্প্রতি জোজোর এক মুম্বই নিবাসি বন্ধু এই তথ্য জানিয়েছেন গায়িকাকে।
আর সেই বন্ধু এই তথ্য পেয়েছেন খোদ উইকিপিডিয়া, গুগল থেকে। সেখানে লেখা রয়েছে জোজো একজন পপ সিঙ্গার। তাঁর স্ত্রীয়ের নাম ঝুম্পা। এটা ছাড়াও সব তথ্যই ভুল সেখানে। জন্মসাল থেকে স্বামী, সন্তানদের নাম— সবটাই ভুলে ভরা। জোজোর বাবা জনপ্রিয় অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। তাঁদের পৈতৃক ভিটে জামশেদপুরে। সেখানে তাঁর ঠাকুর্দা থাকতেন। বাবাও ছোটবেলা কাটিয়েছেন সেখানেই। কিন্তু গায়িকা কখনও জামশেদপুরে বড় হননি। অথচ উইকিপিডিয়ায় জ্বলজ্বল করছে জোজোর জন্ম এবং বেড়ে ওঠা জামশেদপুরে! কী করে সম্ভব হতে পারে, ভেবে পাচ্ছেন না অনেকেই।
এসব দেখেই রেগে আগুন গায়িকা। তিনি জানিয়েছেন, 'সাধারণ বুদ্ধিও নেই গুগল-এর। একজন মহিলার ছবি দিয়ে কি করে তাঁর স্ত্রী আছে লিখতে পারে!' সত্যিই বিষয়টা ভারী অদ্ভুত। জোজোর স্বামীকে সকলে বাবলু নামেই চেনে। মেয়ের নাম বাজো। ভাল নাম মেহেকা মুখোপাধ্যায়। ছেলের নাম জিজো নয়, আদীপ্ত। ২০১৯-এ দত্তক নিয়েছেন ছেলেকে। অথচ গুগলের মতো একটা জনপ্রিয় মাধ্যমে কী ভাবে এই ভুল থাকতে পারে। যদিও খবর হওয়ার সঙ্গে সঙ্গে উইকিপিডিয়া তাদের পেজ থেকে ডিলিট করে দিয়েছে এই সব তথ্য। কি কাণ্ড, যারা যারা এই পোস্ট দেখেছেন, এবং তারা যদি জোজোকে না চেনেন, তবে সকলের কাছেই এই ভুল বার্তা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।