Shovan-Swastika-Iman: শোভন-স্বস্তিকার বিচ্ছেদের কারণ নাকি ইমন, তারপরও গায়কের দুই প্রাক্তন এক ফ্রেমে!

Last Updated:

Shovan-Swastika-Iman: স্বস্তিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু’জনের। তা ছাড়াও, শোভনের বেশ কিছু কাজকর্মে আপত্তি ছিল স্বস্তিকার।

শোভন-স্বস্তিকা-ইমন
শোভন-স্বস্তিকা-ইমন
কলকাতা: চিড় ধরেছে শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্তের সম্পর্কে। দু’জনের মধ্যে নাকি বাড়ছিল দুরত্ব। মাসখানেক ধরেই এই খবরের গুঞ্জনে মুখরিত টলি ও টেলিপাড়া। তারই মাঝে রটেছিল, গায়ক ও নায়িকার সম্পর্কের মাঝে নাকি গায়িকা ইমন চক্রবর্তী এসে পড়েছিলেন। গুজব, প্রাক্তন ইমনের প্রতি শোভনের দুর্বলতাই নাকি বিচ্ছেদের কারণ।
এরই মাঝে হঠাৎ ইমন ও স্বস্তিকা, অর্থাৎ শোভনের দুই প্রাক্তন প্রেমিকাই এক ফ্রেমে বন্দি হলেন। একে অপরকে আলিঙ্গন করে হাজির হলেন ভক্তদের সামনে। উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি ‘ফাটাফাটি’র প্রিমিয়ারে দু’জনের দেখা হয়। আর সেখানেই একে অপরের সঙ্গে ছবি তোলেন তাঁরা। একটি ছবিতেই মাত। নিন্দকদের মুখের উপর জবাব দিতেই এই পদক্ষেপ।
advertisement
advertisement
advertisement
ছবিটি পোস্ট করে ইমন লেখেন, ‘ওকে বাই, স্বস্তিকা, এবার কী হবে?’ স্বস্তিকা মন্তব্য বাক্সে লেখেন, ‘ফায়ার ব্রিগেডকে খবর দেবে কে? তুমি না আমি, নাকি ওরা?’ এ কথা স্পষ্ট যে, এতদিন যা যা গুঞ্জন শোনা যাচ্ছিল, সবকিছুকে নস্যাৎ করা হয় এই একটি ছবিতে। অর্থাৎ শোভনের সঙ্গে স্বস্তিকার বিচ্ছেদে ইমনের কোনও ভূমিকাই নেই।
advertisement
স্বস্তিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু’জনের। তা ছাড়াও, শোভনের বেশ কিছু কাজকর্মে আপত্তি ছিল স্বস্তিকার। বোঝাপড়ার কমতি ছিল সম্পর্কে। তাই নাকি তিক্ততা বাড়াতে চাননি তাঁরা। অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন শোভন এবং স্বস্তিকা।
advertisement
এক সময়ে যে শোভনের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়িকা ইমন, সে কথা সকলেরই জানা। দু’জনের বিচ্ছেজের পর শিল্পী নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেন ইমন। এতসব গুঞ্জনের মাঝেই একদিন স্বামীর গালে চুমু খাওয়ার ছবিও আপলোড করেছিলেন গায়িকা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shovan-Swastika-Iman: শোভন-স্বস্তিকার বিচ্ছেদের কারণ নাকি ইমন, তারপরও গায়কের দুই প্রাক্তন এক ফ্রেমে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement