বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। দাম্পত্যের ৭ বছর পেরিয়ে গেল। সংসারে এখন দেবীর আগমন।
তাঁদেরই কন্যাসন্তান। বহু বিতর্ককে সঙ্গী করেই তাঁদের পথচলা।
কিন্তু অতীত তো মুছে যায় না। করণের অতীত তাই বারবার তারকা দম্পতির মাঝে এসে পড়েছে।
বিপাশার আগে আরও দু’বার বিয়ে করেছিলেন করণ। কিন্তু টেকেনি। এমনকি তিক্ততায় পরিণত হয়েছে।
প্রথম বিয়ে ২০০৮ সালে। অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে। মাত্র ১০ মাস সংসার করার পরেই বিচ্ছেদ হয় তাঁদের।
সেই সময়ে কোরিওগ্রাফার নিকোল আলভারেজের সঙ্গে করণের পরকীয়ার কথা শোনা গিয়েছিল।
২০১২ অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিয়ে হয়। ‘কসৌটি জিন্দেগি কে’, ‘দিল মিল গ্যায়ে’-তে কাজ করেছিলেন তাঁরা।
একদিন ‘দিল মিল গ্যায়ে’র সেটে সপাটে থাপ্পড় মেরে দেন জেনিফার।
শোনা যায়, প্রাক্তন স্ত্রী শ্রদ্ধা এবং প্রাক্তন প্রেমিকা নিকোলের সঙ্গেই তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল আবার।
সেই ঘনিষ্ঠতার কথা জানতে পেরে যান জেনিফার। তখনই এই বিস্ফোরণ!
তার পরেও তাঁদের সম্পর্ক ছিল বহুদিন। কিন্তু অনেক দিন পর্যন্ত স্বামীর সঙ্গে কথা বলতেন না জেনিফার।
তার পরেও তাঁদের সম্পর্ক ছিল বহুদিন। কিন্তু অনেক দিন পর্যন্ত স্বামীর সঙ্গে কথা বলতেন না জেনিফার।
অনেকে বলেন, ‘অ্যালোন’ ছবির সেটে বিপাশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি জেনিফারের সঙ্গে বিচ্ছেদ।
আরও এক সূত্র অনুযায়ী, ‘কবুল হ্যায়’-এর সময়ে প্রযোজক গুল খান ও নায়িকা সুরভি জ্যোতির সঙ্গে সম্পর্কে জড়ান করণ।
সম্ভবত জেনিফার নাকি সেটে সুরভীর সঙ্গে নাকি আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামীকে।
একাধিক ঘটনার পরেই করণের সঙ্গে ঘর না করার সিদ্ধান্ত নেন নায়িকা। এখন বিপাশা আর করণ সুখে রয়েছেন।