Connie Francis: 'প্রেটি লিটল বেবি' জনপ্রিয়তা পেল ৬২ বছর পর! কয়ের মাসের মধ্যেই প্রয়াত গায়িকা কনি ফ্র্যান্সিস

Last Updated:

Connie Francis: প্রায় ৬৩ বছর পর ঈপ্সিত পরিচিতি পাওয়া গানের কণ্ঠের মৃত্যু হল সেই একই বছরে। বুধবার, ১৬ জুলাই প্রয়াত হন গায়িকা কনি ফ্র্যান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

News18
News18
খুব বেশিদিন নয়! ধরা যাক দু’তিন মাস… ইনস্টাগ্রাম খুললে একবার হলেও কানে আসবে ‘প্রেটি লিটল বেবি’। কখনও খাওয়া-বেড়ানোর রিলে, কখনও আবার মোটে কয়েক সেকেন্ডেই প্রেমিক-প্রেমিকার অম্লমধুর রসায়নের খুঁটিনাটি বুঝিয়ে দিতে এই গানই যেন অন্যতম সঙ্গী। জন্মের প্রায় ৬৩ বছর পর ঈপ্সিত পরিচিতি পাওয়া গানের কণ্ঠের মৃত্যু হল সেই একই বছরে। বুধবার, ১৬ জুলাই প্রয়াত হন গায়িকা কনি ফ্র্যান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
পাঁচ এবং ছয়ের দশকে কনি শীর্ষস্থানীয় মহিলা কণ্ঠশিল্পীদের একজন ছিলেন, যাঁর লক্ষ লক্ষ রেকর্ড বিক্রি হয়েছিল। ১৯৬০ সালে প্রকাশিত তাঁর এভরিবডি’স সামবডি’স ফুল গানটি প্রকাশিত হয়। জ্যাক কেলার এবং হাওয়ার্ড গ্রিনফিল্ডের লেখা এই ব্লুজি ব্যালাডটি ছিল একজন মহিলা শিল্পীর প্রথম গান যা বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে স্থান করে নেয়। টানা দু’সপ্তাহ ধরে এটি শীর্ষে ছিল।
advertisement
সম্প্রতি একটি ফ্র্যাকচারের কারণে পেলভিকের ব্যথার জন্য চিকিৎসাধীন ছিলেন কনি। হাসপাতালে থাকার সময় তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এবং বুধবার রাতে তিনি মারা যান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Connie Francis: 'প্রেটি লিটল বেবি' জনপ্রিয়তা পেল ৬২ বছর পর! কয়ের মাসের মধ্যেই প্রয়াত গায়িকা কনি ফ্র্যান্সিস
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement