Connie Francis: 'প্রেটি লিটল বেবি' জনপ্রিয়তা পেল ৬২ বছর পর! কয়ের মাসের মধ্যেই প্রয়াত গায়িকা কনি ফ্র্যান্সিস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Connie Francis: প্রায় ৬৩ বছর পর ঈপ্সিত পরিচিতি পাওয়া গানের কণ্ঠের মৃত্যু হল সেই একই বছরে। বুধবার, ১৬ জুলাই প্রয়াত হন গায়িকা কনি ফ্র্যান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
খুব বেশিদিন নয়! ধরা যাক দু’তিন মাস… ইনস্টাগ্রাম খুললে একবার হলেও কানে আসবে ‘প্রেটি লিটল বেবি’। কখনও খাওয়া-বেড়ানোর রিলে, কখনও আবার মোটে কয়েক সেকেন্ডেই প্রেমিক-প্রেমিকার অম্লমধুর রসায়নের খুঁটিনাটি বুঝিয়ে দিতে এই গানই যেন অন্যতম সঙ্গী। জন্মের প্রায় ৬৩ বছর পর ঈপ্সিত পরিচিতি পাওয়া গানের কণ্ঠের মৃত্যু হল সেই একই বছরে। বুধবার, ১৬ জুলাই প্রয়াত হন গায়িকা কনি ফ্র্যান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
পাঁচ এবং ছয়ের দশকে কনি শীর্ষস্থানীয় মহিলা কণ্ঠশিল্পীদের একজন ছিলেন, যাঁর লক্ষ লক্ষ রেকর্ড বিক্রি হয়েছিল। ১৯৬০ সালে প্রকাশিত তাঁর এভরিবডি’স সামবডি’স ফুল গানটি প্রকাশিত হয়। জ্যাক কেলার এবং হাওয়ার্ড গ্রিনফিল্ডের লেখা এই ব্লুজি ব্যালাডটি ছিল একজন মহিলা শিল্পীর প্রথম গান যা বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে স্থান করে নেয়। টানা দু’সপ্তাহ ধরে এটি শীর্ষে ছিল।
advertisement
সম্প্রতি একটি ফ্র্যাকচারের কারণে পেলভিকের ব্যথার জন্য চিকিৎসাধীন ছিলেন কনি। হাসপাতালে থাকার সময় তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এবং বুধবার রাতে তিনি মারা যান।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 4:26 PM IST