‘পাপের ঘড়া পূর্ণ হয়েছে’, পুজোয় মুক্তি পেল অমিত কুমারের নতুন গান, রইল ভিডিও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
অমিত কুমার নিজের অনলাইন মিউজিক কোম্পানি কুমার ব্রাদার্স মিউজিক-এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করলেন নতুন হিন্দি সিঙ্গেল "পাপ কা ঘড়া"।
SREEPARNA DASGUPTA
#কলকাতা: পরিস্থিতি যেমনই থাকুক না কেন, শিল্পীদের পুজোর গান আাটকায় কার সাধ্য। অমিত কুমার এ বার পুজের জন্য ইউটিউবে রিলিজ করলেন তাঁর একটা নতুন গান।
নতুন বাংলা গান পুজোর আবহ তৈরি করে। ঠিক তাই, অমিত কুমার নিজের অনলাইন মিউজিক কোম্পানি কুমার ব্রাদার্স মিউজিক-এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করলেন নতুন হিন্দি সিঙ্গেল "পাপ কা ঘড়া"।
advertisement
advertisement
গানটার সুর শিল্পীর নিজের। অমিত কুমার জানালেন, "গানটা তিন বছর আগে বানিয়েছিলাম। তখন তো এটা ভেবে সুর করিনি যে করোনা হবে, এমনকি ইন্ডাস্ট্রিতে নানা ধরনের সমস্যা চলছে, সেগুলোও ভাবিনি। কিন্তু বলা যায় গানটা এই সময়ের সঙ্গে খাপ হয়ে গিয়েছে।"
advertisement
অন্যদিকে, বলিউডের সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তরে অমিত বলেন, "দেখুন সমস্যা তো সব প্রফেশনেই আছে। তার মধ্যে থেকেও বাঁচতে তো হবে।"
অমিত কুমার জানান, গানটা লীনাজির লেখা । যেখানে পাপ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। খুবই মিনিংফুল লেখা। তিনি জানান হারমোনিয়ামের উপর কাজ তাঁর বরাবরই ভাল লাগে। এই গানটাও হারমোনিয়াম নির্ভর ভীষণ ভাবে।তিনি আাশা করেন সবার এই গানটিও বেশ পছন্দ হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2020 1:51 PM IST
