Sidharth Malhotra-Kiara Advani wedding video: সাজগোজে দেরি! মণ্ডপে অপেক্ষা করালেন সিদ্ধার্থকে, কিয়ারার উপর বিরক্ত নায়ক!

Last Updated:

Sidharth Malhotra-Kiara Advani wedding video: 'শেরশাহ' ছবিরই 'রানঝা' গানটি নতুন করে লেখা হয়। সেই ছবির নায়ক-নায়িকা বাস্তবে বিয়ে করছেন ঠিকই। কিন্তু তা বলে ছবির ট্র‍্যাজিক গান বিয়ের মরশুমে কে-ই বা বাজাতে চান!

সিদ্ধার্থ-কিয়ারা
সিদ্ধার্থ-কিয়ারা
জয়সলমীর: গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসের আকাশে বাতাসে মিশে ছিল সানাই আর প্রেমের সুর। তার চার দিন আগে থেকে প্যালেসের বাইরে ঘাঁটি গেড়েছিলেন পাপারাৎজিরা। তাঁদের দৌলতে অন্দরমহলের আভাস তো পাওয়া যাচ্ছিল, কিন্তু নাগাল পাওয়া ছিল অসম্ভব।
তবে বিয়ের পর নিজেরাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন বর-কনে৷ তার পর মুম্বই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখিও হন বলিউডের নবদম্পতি। তার পর একটি ভিডিও শেয়ার করেন তাঁরা। সেই থেকেই ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে।
View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

advertisement
advertisement
নেটিজেনদের মতে, একেবারে রূপকথার মতো বিয়ে করেছেন। কারও মতে, একেবারে রুপোলি পর্দার মতো গাঁটছড়া বেঁধেছেন 'শেরশাহ' ছবির নায়ক-নায়িকা।
কিন্তু সেই ভিডিও অন্দরমহলের টুকিটাকি তথ্য প্রকাশ্যে এসেছে। যতই রূপকথার মতো হোক, কনের সাজগোজে যে অতিরিক্তই সময় লেগেছে এবং তা নিয়ে যে বর বিরক্ত, তা প্রকাশ পেয়েছে ভিডিওতেই।
advertisement
'শেরশাহ' ছবিরই 'রানঝা' গানটি নতুন করে লেখা হয়। সেই ছবির নায়ক-নায়িকা বাস্তবে বিয়ে করছেন ঠিকই। কিন্তু তা বলে ছবির ট্র‍্যাজিক গান বিয়ের মরশুমে কে-ই বা বাজাতে চান! তাই সুর অক্ষুণ্ণ রেখে গানের কথা বদলে সেই গাবে মণ্ডপে প্রবেশ করেন কিয়ারা। তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিড।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, কনের তো মহা আনন্দে নাচতে নাচতে বরের দিকে এগিয়ে চলেছেন। এদিকে সিদ্ধার্থের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে, দেরি করায় তিনি বেশ বিরক্ত। আর সেই অভিব্যক্তি আরও প্রকাশ পেল যখন তিনি নিজের হাতের ঘড়ির দিকে তাকালেন। কিয়ারা অবশ্য একদম চিন্তিত নন। তিনি কাছে এসে সিদ্ধার্থকে জড়িয়ে ধরলেন। ব্যস, সমস্ত রাগ গলে একেবারে জল। মালাবদল করে একে অপরকে চুম্বন করলেন বর-কনে। তার পর? বাকিটা ব্যক্তিগত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Malhotra-Kiara Advani wedding video: সাজগোজে দেরি! মণ্ডপে অপেক্ষা করালেন সিদ্ধার্থকে, কিয়ারার উপর বিরক্ত নায়ক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement