মুম্বই: সাতপাক ঘুরতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। বিশেষ দিনের আগে হবু দম্পতিকে ভালবাসা জানালেন কঙ্গনা রানাউত।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিদ্ধার্থ-কিয়ারার একটি ছবি দিয়েছেন তিনি। তাদের উদ্দেশে লিখেছেন, 'ওদের জুটিটা কী সুন্দর ! বলিউডে এরকম নিখাদ ভালবাসা দেখাই না । দু'জনকে একসঙ্গে দারুণ মানিয়েছে'।
আরও পড়ুন: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে 'পাঠান'
আরও পড়ুন: 'সম্পর্ক' অতীত! দেব-শুভশ্রীর যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি পারদ চড়িয়েছে, দেখে নিন
কাজের জায়গা বলিউড হলেও বেশিরভাগ সহকর্মীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে পারেননি কঙ্গনা। একাধিক বার পরিচালক করণ জোহরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন তিনি। এ বার সেই করণ-ঘনিষ্ঠ সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানিয়ে সকলকে অবাক করলেন তিনি।
ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু। সেজে উঠেছে জয়সালমীরের সূর্যগড় প্যালেস। সেখানেই সাতপাক ঘুরবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। শোনা গিয়েছিল, ৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বিয়ে করবেন তাঁরা। কিন্তু তার একদিন আগেই ভেসে এল অন্য গুঞ্জন। জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ছাদনাতলায় পৌঁছবেন সিদ্ধার্থ-কিয়ারা। রবিএবং সোমবার ঘটা করে প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি সারার পর এক হবে চার হাত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।