বিমানে বাদ্যযন্ত্র ওঠানো যাবে না, বিমান সংস্থার নির্দেশে যা করলেন শ্রেয়া ঘোষাল ...
Last Updated:
#মুম্বই: এমনিতে বেশ শান্ত সভাবের বলেই জানা যায় এই গায়িকাকে৷ কোনও বিষয়ে নিয়ে বলিউডের অন্যতম সেরা গায়িকাকে খুব সরব হতেও দেখা যায় না৷ তাঁর গানই তাঁর পরিচয়, এবং গানের অনুষ্ঠানে নিয়েই তিনি ব্যস্ত৷ ব্যক্তিগত জীবনের ব্যাপারেও সোশ্যাল মিডিয়ায় তিনি একেবারেই মুখ খোলনেন না৷ সেই শ্রেয়াই এবার বিশ্বের অন্যতম সেরা এয়ালাইন্সের বিরুদ্ধে ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করলেন৷
শ্রেয়ার বাদ্যযন্ত্র নিতে নিষেধ করে সিঙ্গাপুর এয়ারলাইন্স৷ বিদেশে অনুষ্ঠানের জন্য যাচ্ছিলেন তিনি৷ কিন্তু তার সঙ্গে থাকা বাদ্যযন্ত্র কোনওভাবেই উঠতে দেয়নি এই বিমান সংস্থা৷ তাতেই অত্যন্ত ক্ষেপে যান শ্রেয়া৷ সরাসরি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তিনি জানিয়ে দেন গোটা বিষয়টি৷
advertisement
advertisement
শ্রেয়া লেখেন সিঙ্গাপুর এয়ারলাইন্স সঙ্গীতশিল্পীদের দামী বাদ্যযন্ত্র নিয়ে উড়তে দেয় না৷ এর জন্য ধন্যবাদ৷ ভাল শিক্ষা পেলাম৷ শ্রেয়ার এই পোস্টের পরপরই বিমান সংস্থা থেকেও ট্যুইট করা হয়৷ শ্রেয়ার সমস্যা বিস্তারিত ভাবে জানতে চান তারা৷ শ্রেয়ার পাশে দাঁড়িয়েন ভক্তরা৷ তাকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমর্থন করেছেন সকলে৷
I guess @SingaporeAir does not want musicians or any body who has a precious instrument to fly with on this airline. Well. Thank you. Lesson learnt.
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 15, 2019
advertisement
I guess @SingaporeAir does not want musicians or any body who has a precious instrument to fly with on this airline. Well. Thank you. Lesson learnt.
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 15, 2019
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2019 2:44 PM IST