Shilpa Shirodkar: ‘বোন নম্রতাকে নিয়ে কোনও কথা নয়’, সাফ জানিয়ে দিলেন দিদি শিল্পা শিরোদকর, ব্যাপারটা কী?

Last Updated:

শিল্পার আরও একটি পরিচয় রয়েছে। তিনি নম্রতা শিরোদকরের দিদি। বিয়ের পর শিল্পা অভিনয় ছেড়ে বরের সঙ্গে পাড়ি জমান বিদেশে। বর্তমানে ফের বলিউডে কেরিয়ার শুরু করতে চাইছেন অভিনেত্রী। সেই কারণেই বেছে নিয়েছেন বিগ বসের মতো প্ল্যাটফর্ম।

শিল্পা শিরোদকর
শিল্পা শিরোদকর
মুম্বই: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকর। এবারের বিগ বস ১৮-এর অন্যতম প্রতিযোগি তিনি। ‘কিষাণ কানাহাইয়া’, ‘খুদা গাওয়াহ’, ‘গোপী কিষাণ’, ‘বেওয়াফা সনম’, ‘রিটার্ন অফ জুয়েল থিফ’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
শিল্পার আরও একটি পরিচয় রয়েছে। তিনি নম্রতা শিরোদকরের দিদি। বিয়ের পর শিল্পা অভিনয় ছেড়ে বরের সঙ্গে পাড়ি জমান বিদেশে। বর্তমানে ফের বলিউডে কেরিয়ার শুরু করতে চাইছেন অভিনেত্রী। সেই কারণেই বেছে নিয়েছেন বিগ বসের মতো প্ল্যাটফর্ম। তবে বোন নম্রতা শিরোদকরকে নিয়ে কোনও কথা বলতে রাজি নন তিনি।
advertisement
advertisement
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বোন নম্রতা এবং তাঁর স্বামী মহেশ বাবুর সঙ্গে কথা বলতে চাননি শিল্পা। তবে শো নিয়ে আত্মবিশ্বাসী অভিনেত্রী। জানিয়ে দিয়েছেন, “আমার কিছু লুকোনোর নেই। ইমেজ সচেতন বা সতর্ক হওয়ার প্রয়োজনও নেই। আমি আমার মতো থাকব। মন দিয়ে খেলব।’’ শিল্পা কেন বোন এবং বোনের স্বামীর সঙ্গে কথা বলতে রাজি নন? সেই উত্তর মেলেনি। মহেশ বাবু বা নম্রতা, এই বিষয় নিয়ে মুখ খোলেননি কেউই।
advertisement
বলিউডে সলমন খানের সঙ্গেও কাজ করেছেন শিল্পা। তবে বিগ বসে এর জন্য বাড়তি সুবিধা পাবেন না তিনি। শিল্পা বলছেন, “সলমন আমার সহকর্মী মাত্র। আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। বন্ধুত্বও নেই। তবে হ্যাঁ, সলমনকে আরও ভালভাবে জানার চেষ্টা করব। বিগ বসের প্রতিটা সিজন দেখেছি। দূর্দান্ত হোস্ট। সব প্রতিযোগিদের সঙ্গে সমান ব্যবহার করেন। তাই সলমনের সঙ্গে এই নতুন যাত্রা শুরুর জন্য উন্মুখ হয়ে রয়েছি।’’
advertisement
বিগ বস ১৮-এ শিল্পা ছাড়াও রয়েছেন নায়রা ব্যানার্জি, অবিনাশ মিশ্র, ভিভিয়ান ডিসেনা, শেহজাদা ধামি, গুনরত্ন, সারা আরফিন খান, আরফিন খান, রজত দালাল, শ্রুতিকা অর্জুন রাজ, চাহাত পান্ডে, অ্যালিস কৌশিক, হেমা শর্মা ওরফে ভাইরাল ভাবি, তাজিন্দর বাগগা, দারাং, চুম দারাং, ইশা সিং, করণবীর মেহরা এবং মুসকান বামনে। কালার্স-এ দেখা যাচ্ছে বিগ বস ১৮। পাশাপাশি জিও সিনেমা-তেও দেখা যাবে অনলাইনে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shirodkar: ‘বোন নম্রতাকে নিয়ে কোনও কথা নয়’, সাফ জানিয়ে দিলেন দিদি শিল্পা শিরোদকর, ব্যাপারটা কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement