Durga Puja 2024: গন্ধরাজ ফিশ ফ্রাই থেকে ট্যাংরা স্টাইল চিলি চিকেন, প্যান্ডেল হপিংয়ের মাঝেই আড্ডা জমে ক্ষীর হবে শহরের এই কাফেতে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Durga Puja 2024 Menu at Warehouse Cafe Kolkata: আসলে ভোজনরসিক বাঙালির তো উৎসব মানেই কবজি ডুবিয়ে জমজমাট খানাপিনা। আর সেই কারণে উৎসবের বিশেষ মুহূর্তে খাবারের ডালি সাজিয়েছে সাউথ সিটি মলের ওয়্যারহাউজ কাফে।
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে প্যান্ডেলে প্যান্ডেলে। অফিস-কাছাড়ি কিংবা স্কুল-কলেজে এখনও পুজোর ছুটি পড়েনি ঠিকই, তা-ও অফিস কিংবা স্কুল-কলেজ সেরেই অনেকে ঢুঁ মারছেন প্যান্ডেলে। ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে নেওয়া আর কী! তবে এই প্যান্ডেল-হপিংয়ের মাঝে পেটপুজো না হলে কি চলে!
advertisement
advertisement
advertisement
কলকাতা স্টাইল ভেটকির সঙ্গে থাকবে গন্ধরাজ লেবুর সুগন্ধ। জমে যাবে সন্ধ্যাটা! আড্ডা চলতে থাকবে। আর তার ফাঁকে চলতে থাকবে টুকিটাকি খানাপিনাও। তাই গন্ধরাজ ফিশফ্রাই শেষ হতে না হতেই চলে আসবে ট্যাংরা স্টাইল চিলি চিকেন। আসলে চাউমিন হোক কিংবা ফ্রায়েড রাইস হোক, তার সঙ্গে চিলি চিকেন না হলে চলে না বাঙালির। আর এখানকার চিলি চিকেন তৈরি করা হবে একেবারে ট্যাংরার চিনে পাড়ার কায়দাতেই। যা স্বাদে হবে অতুলনীয়।
advertisement
advertisement
advertisement
আবার নারকেল এবং সরষে বাটা-সহযোগে তৈরি করা হবে মালাই ভেটকি পাতুরি। যা মুখে দিলে একেবারে গলে যাবে। তবে খানাপিনার শেষ পাতে মিষ্টিমুখ না হলে একেবারেই চলবে না। তাই এখানেও চমক রেখেছে ওয়্যারহাউজ কাফে। তাদের সম্পূর্ণ ঘরে তৈরি নলেন গুড় কেশরিয়া রসমালাই থাকছে। এই রসমালাইয়ে আবার যোগ করা হয়েছে ন্যাচারাল ফ্রুট ফ্লেভারও। যেমন মাস্টার মতো ফল ৷ ফলে বোঝাই যাচ্ছে যে, সুস্বাদু এই রসমালাই একবার হলেও চেখে দেখতেই হবে।
advertisement