Tomato Price: টমেটোর দাম বাড়তেই মাথায় হাত সেলেবদের! একী করলেন শিল্পা থেকে উরফি!

Last Updated:

টমেটোর দাম বেড়ে যাওয়া অনেক দিন ধরেই আলোচনার বিষয়। সুনীল শেট্টি থেকে শুরু করে উরফি জাভেদ-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিও টমেটোর আকাশচুম্বী দাম নিয়ে নানা ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিল্পা শেঠিও।

টমেটোর দাম বেড়ে যাওয়া অনেক দিন ধরেই আলোচনার বিষয়। সুনীল শেট্টি থেকে শুরু করে উরফি জাভেদ-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিও টমেটোর আকাশচুম্বী দাম নিয়ে নানা ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিল্পা শেঠিও।
বৃহস্পতিবার, শিল্পা শেট্টি তার টুইটার হ্যান্ডেলে টমেটো নিয়ে একটি হাস্যকর ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় তিনি টমেটো কিনছেন। তবে, শুধু টমেটো কিনছেন তা নয় সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চলছে তাঁরই নিজের বলা ‘ধড়কন’ সিনেমার সেই বিখ্যাত ডায়লগ “হাউ ডেয়ার ইউ? খবরদার যো তুম মুঝে ছুনে কি কোশিস কি, কীস হকসে তুমনে মুঝে ছুঁয়া? তুমহারা কোই হক নেহি হ্যা মুঝপে।”
advertisement
advertisement
তবে এখানে শিল্পা বলছেন না এই কথা, অভিনেত্রী এমন ভাবে অঙ্গ-ভঙ্গি করছেন যেনো টমেটোই তাঁকে এই কথা বলছেন। ২০০০ সালে তাঁর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই ছবির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘টমেটোকে দাম তাঁর ধড়কন (হৃদস্পন্দন) বাড়িয়ে দিচ্ছে”।
advertisement
এদিকে, ইন্ডিয়া টুডে-র সঙ্গে একটি সাক্ষাত্কারে, সুনীল শেট্টিও টমেটোর দাম বৃদ্ধির বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছিলেন, “আমার স্ত্রী কেবলমাত্র এমন সবজি নিয়ে আসে যা তাজা এবং মাত্র কয়েক দিনের জন্য থাকে। আমরা তাজা সবজি খেতে পছন্দ করি। তবে ইদানীং টমেটোর দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে আমাদের রান্নাঘরেও।”
advertisement
এছাড়াও উরফি জাভেদও তার ইনস্টাগ্রামে টমেটো নিয়ে বলেছেন। বলা ভাল অলঙ্কার হিসেবে টমেটো ব্যবহার করেছেন। টমেটো দিয়ে তিনি তাঁর কানের দুল বানিয়ে পড়েছেন। টমেটো খেতেও দেখা গিয়েছে তাঁকে এই ছবিতে। তার পোস্টের শেষ দুটি ছবি হিসেবে, উরফি দুটি সংবাদ প্রতিবেদনের ক্লিপিংস ভাগ করেছে।

View this post on Instagram

A post shared by Uorfi Javed (@urf7i)

advertisement
তাদের মধ্যে একটি উল্লেখ করেছেন যে কীভাবে সুনীল শেট্টি দাম বাড়ার কারণে কম টমেটো খাচ্ছেন, অন্য একজন দাবি করেছেন যে মহারাষ্ট্রের একজন কৃষক টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টটি শেয়ার করে, উরফি লিখেছেন, “টমেটো হল নতুন সোনা।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tomato Price: টমেটোর দাম বাড়তেই মাথায় হাত সেলেবদের! একী করলেন শিল্পা থেকে উরফি!
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement