Rubel Das Accident: 'জানি খুব কষ্ট হচ্ছে তোমার' রুবেলের দুর্ঘটনায় মন খারাপ করা পোস্ট প্রেমিকা শ্বেতার

Last Updated:
দুর্ঘটনায় গুরুতর জখম জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-এ সৃজন ওরফে রুবেল দাস। মঙ্গলবার ‘নিম ফুলের মধু’-তে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।
1/6
দুর্ঘটনায় গুরুতর জখম জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-এ সৃজন ওরফে রুবেল দাস। মঙ্গলবার ‘নিম ফুলের মধু’-তে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।
দুর্ঘটনায় গুরুতর জখম জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-এ সৃজন ওরফে রুবেল দাস। মঙ্গলবার ‘নিম ফুলের মধু’-তে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।
advertisement
2/6
সূত্রের খবর, বাসের উপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুট চলছিল। তখনই সেখান থেকে বেকায়দায় পড়ে গিয়ে দু‘পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের। সঙ্গে সঙ্গে প্লাস্টার করা হয় তাঁর পায়ে। চিকিৎসক ছয় সপ্তাহের জন‍্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
সূত্রের খবর, বাসের উপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুট চলছিল। তখনই সেখান থেকে বেকায়দায় পড়ে গিয়ে দু‘পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের। সঙ্গে সঙ্গে প্লাস্টার করা হয় তাঁর পায়ে। চিকিৎসক ছয় সপ্তাহের জন‍্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
advertisement
3/6
ইনস্টাগ্রামে রুবেলের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানিয়েছিলেন তাঁর বান্ধবী অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তিনি লিখেছিলেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে ওঠো আমার চ্যাম্প…তুমি খুব সাহসী…আমার বিশ্বাস তুমি সুস্থ হয় উঠবে খুব তাড়াতাড়ি…তুমি ভাল তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতেই পারে না…শুধু কয়েক দিনের অপেক্ষা…ভালোবাসি বাবাই। আমি সবসময় তোমার সঙ্গে আছি।’
ইনস্টাগ্রামে রুবেলের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানিয়েছিলেন তাঁর বান্ধবী অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তিনি লিখেছিলেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে ওঠো আমার চ্যাম্প…তুমি খুব সাহসী…আমার বিশ্বাস তুমি সুস্থ হয় উঠবে খুব তাড়াতাড়ি…তুমি ভাল তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতেই পারে না…শুধু কয়েক দিনের অপেক্ষা…ভালোবাসি বাবাই। আমি সবসময় তোমার সঙ্গে আছি।’
advertisement
4/6
রুবেলের পায়ে প্লাস্টারের পর আবার অভিনেতার কিছু ছবি ইস্ট্রাগ্রামে ভাগ করে নেন শ্বেতা। তিনি ক্যাপশনে লেখেন ' জানি খুব কষ্ট হচ্ছে তোমার, তাও বাড়ির সবার সঙ্গে হেসে খেলে থাকছো, নিজের কষ্টটা কাউকে বুঝতে দিচ্ছো না, জ্বর এসেছে এখন, যন্ত্রনা টাও বেড়েছে,,, তার মধ্যেও আমাকে হাসানোর চেষ্টা করছো.... God Bless you My Boy, আমি জানি সকলের শুভ কামনা আর তোমার মনের জোর তোমাকে খুব তাড়াতাড়ি আবার দাঁড় করাবে.. তুমি দাঁড়াবে, তুমি দৌড়োবে, তুমি নাচবে, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, সারা জীবন।'
রুবেলের পায়ে প্লাস্টারের পর আবার অভিনেতার কিছু ছবি ইস্ট্রাগ্রামে ভাগ করে নেন শ্বেতা। তিনি ক্যাপশনে লেখেন ' জানি খুব কষ্ট হচ্ছে তোমার, তাও বাড়ির সবার সঙ্গে হেসে খেলে থাকছো, নিজের কষ্টটা কাউকে বুঝতে দিচ্ছো না, জ্বর এসেছে এখন, যন্ত্রনা টাও বেড়েছে,,, তার মধ্যেও আমাকে হাসানোর চেষ্টা করছো.... God Bless you My Boy, আমি জানি সকলের শুভ কামনা আর তোমার মনের জোর তোমাকে খুব তাড়াতাড়ি আবার দাঁড় করাবে.. তুমি দাঁড়াবে, তুমি দৌড়োবে, তুমি নাচবে, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, সারা জীবন।'
advertisement
5/6
শ্বেতা যে ছবি গুলি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে তাঁকে ও রুবেলকে ভিডিও কল করতে। ভিডিও কলেই এখন দুজন দুজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।
শ্বেতা যে ছবি গুলি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে তাঁকে ও রুবেলকে ভিডিও কল করতে। ভিডিও কলেই এখন দুজন দুজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।
advertisement
6/6
বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে সৃজনের ভূমিকায় দেখা যাচ্ছে রুবেল। টিআরপি তালিকায় সেরা পাঁচ রয়েছে এই মেগা। অন্যদিকে শ্বেতাকে দেখা শেষ দেখা গিয়েছিল 'সোহাগ জল' মেগায় জুঁই-এর ভূমিকায়। পাশাপাশি তাঁকে দেবের 'প্রজাপতি' সিনেমায় দেখা গিয়েছিল।
বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে সৃজনের ভূমিকায় দেখা যাচ্ছে রুবেল। টিআরপি তালিকায় সেরা পাঁচ রয়েছে এই মেগা। অন্যদিকে শ্বেতাকে দেখা শেষ দেখা গিয়েছিল 'সোহাগ জল' মেগায় জুঁই-এর ভূমিকায়। পাশাপাশি তাঁকে দেবের 'প্রজাপতি' সিনেমায় দেখা গিয়েছিল।
advertisement
advertisement
advertisement