Dev and Anirban Bhattacharya: 'অনির্বাণ মাল্টি ট্যালেন্টেড, আমরা ছোটখাটো অভিনেতা' কেন অনির্বাণকে নিয়ে এমন বললেন দেব

Last Updated:
তবে এই দুই সিরিজ ও সিনেমা নিয়ে ঠান্ডা লড়াই নেটিজেনদের অজানা নয়। এই দুই সিনেমা ও সিরিজকে নিয়ে মাঝে মাঝে উঠে এসেছে নানা বিতর্ক।
1/6
দেব যখন থেকে প্রকাশ করেছিলেন তাঁকে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে তখন থেকেই শুরু হয়েছিল নানা সমালোচনা। পড়তে হয়েছিল নানা ট্রোল ও কটুক্তির মুখে। কিন্তু সবকিছু কে উড়িয়ে দিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দেব অভিনীত 'দুর্গরহস্য'-এর টিজার।
দেব যখন থেকে প্রকাশ করেছিলেন তাঁকে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে তখন থেকেই শুরু হয়েছিল নানা সমালোচনা। পড়তে হয়েছিল নানা ট্রোল ও কটুক্তির মুখে। কিন্তু সবকিছু কে উড়িয়ে দিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দেব অভিনীত 'দুর্গরহস্য'-এর টিজার।
advertisement
2/6
বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ব্যোমকেশ কাহিনী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চলেছে ১১ অগাস্ট। অন্যদিকে, বেশ কয়েক বছর ধরে ওটিটিতে রমরমে চলে আসাছে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ। অনির্বাণীর সেই ওয়েব সিরিজের নতুন সিজন আসতে চলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' গল্পের অবলম্বনে।
বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ব্যোমকেশ কাহিনী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চলেছে ১১ অগাস্ট। অন্যদিকে, বেশ কয়েক বছর ধরে ওটিটিতে রমরমে চলে আসাছে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ। অনির্বাণীর সেই ওয়েব সিরিজের নতুন সিজন আসতে চলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' গল্পের অবলম্বনে।
advertisement
3/6
আগেও অনির্বাণ অভিনীত ব্যোমকেশ বেশ অনেকগুলি সিজন দর্শকরা দেখেছেন। ১৮ জুলাই ওটিটিতে মুক্তি পাবে এই সিরিজ। এই সিরিজ পরিচালনার দায়িত্ব রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এতে অনির্বাণে বিপরীতে দর্শকরা ঋদ্ধিমাকে এতদিন সত্যবতী হিসেবে দেখে এসেছেন। তবে এবার তিনি থাকছেন না। শোনা গিয়েছে, ঋদ্ধিমা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে, এই সিরিজে সত্যবতীর ভূমিকায় তাঁর পরিবর্তে দেখা যাবে সোহিনী সরকারকে।
আগেও অনির্বাণ অভিনীত ব্যোমকেশ বেশ অনেকগুলি সিজন দর্শকরা দেখেছেন। ১৮ জুলাই ওটিটিতে মুক্তি পাবে এই সিরিজ। এই সিরিজ পরিচালনার দায়িত্ব রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এতে অনির্বাণে বিপরীতে দর্শকরা ঋদ্ধিমাকে এতদিন সত্যবতী হিসেবে দেখে এসেছেন। তবে এবার তিনি থাকছেন না। শোনা গিয়েছে, ঋদ্ধিমা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে, এই সিরিজে সত্যবতীর ভূমিকায় তাঁর পরিবর্তে দেখা যাবে সোহিনী সরকারকে।
advertisement
4/6
তবে এই দুই সিরিজ ও সিনেমা নিয়ে ঠান্ডা লড়াই নেটিজেনদের অজানা নয়। এই দুই সিনেমা ও সিরিজকে নিয়ে মাঝে মাঝে উঠে এসেছে নানা বিতর্ক।
তবে এই দুই সিরিজ ও সিনেমা নিয়ে ঠান্ডা লড়াই নেটিজেনদের অজানা নয়। এই দুই সিনেমা ও সিরিজকে নিয়ে মাঝে মাঝে উঠে এসেছে নানা বিতর্ক।
advertisement
5/6
আর সেই জায়গা থেকে অনির্বাণের ব্যোমকেশ কেমন লাগে দেবের সেই প্রশ্ন করা হলে কিছু সংবাদমাধ্যমকে তিনি বলেন, "অনির্বাণের দুর্দান্ত অভিনেতা। আমাদের প্রজন্মের খুব ভাল অভিনেতা। এমন কী আমার ওঁর 'বল্লবপুরের রূপকথা' খুব ভাল লেগেছে। আমি ওকে বলেছি সেটা। ডিরেক্টার হিসেবে ও খুব দক্ষ। আসলে অনির্বাণ একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ, আমরা ছোটখাটো অভিনেতা আমাদের মত কাজ করছি।"
আর সেই জায়গা থেকে অনির্বাণের ব্যোমকেশ কেমন লাগে দেবের সেই প্রশ্ন করা হলে কিছু সংবাদমাধ্যমকে তিনি বলেন, "অনির্বাণের দুর্দান্ত অভিনেতা। আমাদের প্রজন্মের খুব ভাল অভিনেতা। এমন কী আমার ওঁর 'বল্লবপুরের রূপকথা' খুব ভাল লেগেছে। আমি ওকে বলেছি সেটা। ডিরেক্টার হিসেবে ও খুব দক্ষ। আসলে অনির্বাণ একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ, আমরা ছোটখাটো অভিনেতা আমাদের মত কাজ করছি।"
advertisement
6/6
ব্যোমকেশ হিসেবে কে জিতবে দর্শকদের মন দেব না অনির্বাণ? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে অনেকের মতে দেবের অভিনীত 'দুর্গরহস্য' মুক্তি পাচ্ছে সিনেমা হলে। অন্যদিকে অনির্বাণের সিরিজ মুক্তি পাবে ওটিটিতে। দুই মাধ্যমের দর্শক ভিন্ন ভিন্ন। তাই একটা আরেকটার উপর ততটা প্রভাব ফেলবে না বলেই দর্শকদের একাংশের মত।
ব্যোমকেশ হিসেবে কে জিতবে দর্শকদের মন দেব না অনির্বাণ? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে অনেকের মতে দেবের অভিনীত 'দুর্গরহস্য' মুক্তি পাচ্ছে সিনেমা হলে। অন্যদিকে অনির্বাণের সিরিজ মুক্তি পাবে ওটিটিতে। দুই মাধ্যমের দর্শক ভিন্ন ভিন্ন। তাই একটা আরেকটার উপর ততটা প্রভাব ফেলবে না বলেই দর্শকদের একাংশের মত।
advertisement
advertisement
advertisement