তিন মায়ের একই মেয়ে! কে এই শিশুকন্যা...? টিভি সিরিয়ালে জনপ্রিয় মেগাস্টার, চেনেন?

Last Updated:

টেলিভিশনের প্রথম সারির এক জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করছে সে! ৩ মায়ের স্নেহ আর যত্নে বেড়ে ওঠা এনা তার মায়াবী চোখের জাদুতে মুগ্ধ করেছে পরিচালকদেরও। চেনেন?

+
তিনটি

তিনটি মায়ের একটি শিশুকন্যা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দায় এখন মেগাস্টার।কী শুনে অবাক হচ্ছেন! ভাবছেন এটাও কী সম্ভব? একটি শিশুকন্যার তিনটি মা হয় কেমন ভাবে? মূলত পরিবারের মধ্যে সম্পর্কগুলো খুব সুন্দর হয়ে থাকে।মা-বাবার পরই কাকা-কাকিমা, জেঠু-জেঠিমা, মামা-মামি এই সব সম্পর্কগুলো ভারী সুন্দর। 

বীরভূম: তিনটি মায়ের একটি শিশুকন্যা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দায় এখন মেগাস্টার।কী শুনে অবাক হচ্ছেন! ভাবছেন এটাও কী সম্ভব? একটি শিশুকন্যার তিনটি মা হয় কেমন ভাবে? মূলত পরিবারের মধ্যে সম্পর্কগুলো খুব সুন্দর হয়ে থাকে।মা-বাবার পরই কাকা-কাকিমা, জেঠু-জেঠিমা, মামা-মামি এই সব সম্পর্কগুলো ভারী সুন্দর।
আর এই সম্পর্কগুলোর মাঝেই আরও এক মিষ্টি সম্পর্ক হল মাসির সঙ্গে বোনপো-বোনঝিদের।আর কথাতেই রয়েছে মা এবং মাসি সমতুল্য। মাসি কথার অর্থই হচ্ছে দ্বিতীয় মা।তাই এক মা এবং দুই মাসি অর্থাৎ তিনজনেই এই ক্ষুদের কাছে মায়ের সমান।
advertisement
advertisement
এই ক্ষুদের বয়স মাত্র ২২ মাস। তার বাড়ি বীরভূমের নলহাটি শহরে নলহাটি শহরের ২২ মাসের এই ক্ষুদে শিল্পী এখন টিভির পর্দায় উজ্জ্বলতম তারকা। নলহাটি শহর জুড়ে শুধু একটাই নাম ২২ মাসের ক্ষুদে এনা। সে সদ্য অভিনয় জগতে পা দিয়েছে এবং অভিনয় করেছে টিভির জগতের প্রথম সারির এক বাংলা চ্যানেলের সুপ্রসিদ্ধ মেগা সিরিয়ালে। আর এই সাফল্যের পিছনে রয়েছেন তার মা এবং দুই মাসি।এই অল্প বয়সে ক্ষুদের এই প্রতিভা দেখে অবাক অনেকেই।
advertisement
গর্বিত তার অভিভাবক-সহ নলহাটিবাসী ও গর্বিত সবাই। এই ক্ষুদে শিল্পীর অভিভাবক জানিয়েছেন এই ক্ষুদে শিল্পীর চোখের মনি দেখেই আপ্লুত হয়েছিলেন বিভিন্ন সিরিয়ালের পরিচালকরা এবং তার সুন্দর চোখের মনি আজ তাকে স্থান করে দিয়েছে টিভির পর্দার প্রথম সারির তারকাদের মধ্যে কাজ করার। পরিবার সূত্রে জানা যায় সদ্য কলকাতা থেকে একটি জনপ্রিয় মেগা সিরিয়ালের শুটিং করে নলহাটিতে ফিরেছে এই ২২ মাসের ক্ষুদে শিল্পী নলহাটির বাসিন্দা লব্যা প্রসাদ ওরফে এনা।
advertisement
এনার মা বলেন আগামী দিনে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি মডেলিং এবং অভিনয় শেখাবেন। ইতিমধ্যেই এনা দুটি জনপ্রিয় বেসরকারি চ্যানেলের সিরিয়ালে অভিনয় করেছেন। ২২ মাসের এই ক্ষুদের হাজার চঞ্চলতার মাঝেও অভিনয় করতে সহযোগিতা করেছেন তার দুই মাসি।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তিন মায়ের একই মেয়ে! কে এই শিশুকন্যা...? টিভি সিরিয়ালে জনপ্রিয় মেগাস্টার, চেনেন?
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement