হোম /খবর /বিনোদন /
শর্মাজি নমকিন, মুক্তি পেল ঋষি কাপুরের শেষ ছবির ট্রেলার! দেখুন

Sharmaji Namkeen Trailer: শর্মাজি নমকিন, মুক্তি পেল ঋষি কাপুরের শেষ ছবির ট্রেলার! দেখুন

Sharmaji Namkeen Trailer

Sharmaji Namkeen Trailer

কিন্তু জীবন বদলে যায় যখন একটি পার্টির জন্য রান্না করেন তিনি (Sharmaji Namkeen Trailer)।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বহু প্রতীক্ষিত ছবি 'শর্মাজি নমকিন'-এর ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার (Sharmaji Namkeen Trailer)। এটি বলিউডের অন্যতম সেরা অভিনেতা ঋষি কাপুরের শেষ ছবি। বলিউডের ইতিহাসে প্রথমবার এই ছবিতে একই চরিত্রে ঋষি কাপুর ও পরেশ রাওয়াল অভিনয় করেছেন (Sharmaji Namkeen Trailer)। কারণ, ছবির শ্যুটিং পুরোপুরি শেষ হওয়ার আগেই মারা যান ঋষি কাপুর। অবসরপ্রাপ্ত, স্ত্রীয়ের প্রয়াণের পর এক ব্যক্তির জীবনের অদ্ভুত কিছু সিদ্ধান্ত ও তার ফলাফল নিয়েই ছবিটি আবর্তিত হয়েছে। কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়া থেকে চাকরির ইন্টারভিউ-- সবেতেই হাজির শর্মাজি। কিন্তু জীবন বদলে যায় যখন একটি পার্টির জন্য রান্না করেন তিনি (Sharmaji Namkeen Trailer)।

প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে কমেডি ও আবেগের মোচর রয়েছে। অদ্ভুত বিষয় হল, একই চরিত্রে কখনও ঋষি কাপুরকে, কখনও পরেশ রাওয়ালকে দেখা যাচ্ছে। কিটি পার্টির মহিলারা তাঁর রান্নাকে গুরুত্ব দেওয়ার পরই জীবন বদলে যায় শর্মাজির। বিশেষ চরিত্রে দেখা গিয়েছে জুহি চাওলাকে। মন ও পরিবারের আগে, নিজের রান্নাকেই শেষ পর্যন্ত প্রাধান্য দেন শর্মাজি। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এটি নজর কেড়েছে নেটিজেনের।

আরও পড়ুন: সাপের গায়ে বড় বড় লোম, বিরল বিষধর উদ্ধার ঘিরে তুমুল শোরগোল! দেখুন ভিডিও

আরও পড়ুন: কথায় কথায় ইমোজি ব্যবহার করেন? আপনি তবে 'দুর্বল' মানুষ, বলছে সমীক্ষা!

আবিষ্কার ও নিজস্ব অনুভূতি নিয়ে একটি পারিবারিক ছবি 'শর্মাজি নমকিন'। এক অবসরপ্রাপ্ত ব্যক্তি মহিলাদের কিটি পার্টির মাধ্যমে নিজের রান্নার প্রতি অগাধ প্রেমের অনুভূতি আবিষ্কার করতে পারেন। ছবিটি আগামী ৩১ মার্চ ২৪০টি দেশে অ্যামাজন প্রাইমে ভিডিওতে প্রিমিয়ার হবে। দুবছর ধরে টানা লিউকোমিয়ার সঙ্গে লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে ৬৭ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর৷ 'শর্মাজি নমকিন' তাঁর শেষ কাজ৷

Published by:Raima Chakraborty
First published:

Tags: Paresh Rawal, Rishi Kapoor