Tollywood News: বিয়ের মাত্র দু মাস! এর মাঝেই এ কী খবর? 'ডিভোর্স'-এর পথে হাঁটছেন ফুলকির নায়ক-খলনায়িকা? শার্লি-অভিষেক দুজনের পোস্টেই 'ইঙ্গিত'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কিন্তু এর মাঝেই হঠাৎ তারকা জুটির পোস্ট দেখে আশঙ্কা দানা বেঁধেছে তাঁদের ভক্তদের মনে। তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।
কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। আর এই সিরিয়ালের জনপ্রিয় মুখ শার্লি মোদক এবং অভিষেক বসু। চলতি বছরের ২৯ এপ্রিলবিয়ে করেছেন তাঁরা। কিন্তু এর মাঝেই হঠাৎ তারকা জুটির পোস্ট দেখে আশঙ্কা দানা বেঁধেছে তাঁদের ভক্তদের মনে। তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।
advertisement
এপ্রিলের শেষেই সাতপাকে বাঁধা পড়েন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক অভিষেক ও খলনায়িকা শার্লি মোদক। পর্দায় একে অন্যের শত্রু এবং ‘প্রাক্তন’ হলেও, পর্দার বাইরে ছিল দারুণ বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং অবশ্যই টিম ‘ফুলকি’কে নিয়ে নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। শার্লি পরেছিলেন লেহেঙ্গা। মানানসই শেরওয়ানি পরেছিলেন অভিষেক। বিয়ের অনুষ্ঠান সেরে মিডিয়ার সামনেই একে-অপরকে চুমু খেলেন বর-কনে। দু’জনেরই এর আগে সম্পর্ক ভেঙেছে, অনেক ওঠা-পড়া দেখেছেন। অতীত অভিজ্ঞতা থেকেই হয়তো এবার তাঁরা প্রেমের ঘোষণা করেননি, বরং বিয়ে করে চমকে দিয়েছেন।
advertisement
বিয়েতে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা ‘ফুলকি’ দিব্যাণী মণ্ডল, মিশমি দাস, সুদীপ সরকার, অনিন্দিতা রায়চৌধুরী, আভেরী সিংহ রায়। বিয়ের মেনু ছিল রাজকীয়। ‘ফুলকি’-এর সেটেই একে অপরের মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন তাঁরা। তাই সেই টিম যে আসবে, এ তো স্বাভাবিক। জমকালো সেজে, উপহার নিয়ে হাজির হয়েছিলেন সবাই। নবদম্পতিকে জানান অপরিসীম শুভেচ্ছা। তবে আচমকা এমন পোস্ট কেন তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন তৈরি হয়েছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 10:44 AM IST