Shantanu Moitra on KK Memories: একসঙ্গে ছবি একটাই, কেকে-এর সঙ্গে প্রথম বার গভীর রাতে পরোটা খাওয়ার দিনে ফিরলেন শান্তনু মৈত্র
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Shantanu Moitra on KK Memories:বাকি সকলের মতো তিনিও ভাবতে পারছেন না গায়ক আর নেই! শোকের আবহে তিনি ফিরে গিয়েছেন স্মৃতির অতীতে৷
কলকাতা : ‘‘তুমি আমাকে প্রথম বার রেকর্ডিং স্টুডিওতে নিয়ে গিয়েছিলে৷ আমার প্রথম জিঙ্গল ছিল তোমার কণ্ঠে৷ প্রথম বার গভীর রাতে পরোটা খেয়েছিলাম তোমার সঙ্গেই৷’’ কেকে-এর প্রয়াণে শোকস্তব্ধ শান্তনু মৈত্র লিখলেন ফেসবুকে৷ বাকি সকলের মতো তিনিও ভাবতে পারছেন না গায়ক আর নেই! শোকের আবহে তিনি ফিরে গিয়েছেন স্মৃতির অতীতে৷
শান্তনুর মনে পড়ছে সেনা ঝরা ঝলমলে দিনগুলোতে তাঁরা কেমন আনন্দ করতেন৷ কতটা মজা ছিল তাঁদের জীবনে৷ সম্ভবত শান্তনুর সুরেই শেষ গান গেয়েছেন কেকে৷ সেকথাও লিখেছেন সুরকার৷ ‘‘আমি তোমার হাসি মিস করব৷ তোমাকে মিস করব কেকে৷ সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ৷ যেখানেই আছো, শান্তিতে থাকো৷’’ রয়ে গিয়েছে শান্তনুর আফশোসও৷ একসঙ্গে থাকলেও ছবি তোলার কথা মনে থাকত না তাঁদের৷ কেকে-এর সঙ্গে একটিমাত্র ছবিই ছিল শান্তনুর কাছে৷ সেটাই শেয়ার করেছেন তিনি৷ একটামাত্র ছবি? তাতে কী? শান্তনু নিশ্চিত, কেকে থাকলে বলতেন ‘‘তোমার আর আমার ছবি তোলার দরকার নেই৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : দর্শক-শ্রোতাকে মরে যেতে বলা থেকে জলসায় বিজ্ঞাপনী জিঙ্গল! রূপঙ্করের পুরনো বিতর্ক
প্রসঙ্গত সোমবারও নজরুল মঞ্চে অনুষ্ঠান করেন কেকে৷ বুধবারও একটি অনুষ্ঠান করার কথা ছিল৷ তার আগে মঙ্গলবার গুরুদাস কলেজের অনুষ্ঠানের পরই সব এলোমেলো হয়ে গেল৷ অস্বস্তি নিয়েই পুরো অনুষ্ঠান সম্পূর্ণ করেন তিনি৷ তাঁর প্রাণবন্ত আচরণ দেখে কেউ বুঝতেও পারেননি তিলে তিলে কোন চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি৷ মঙ্গলবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ বুধবার রবীন্দ্র সদনে রাখা হয়েছিল তাঁর নশ্বর দেহ৷ সেখানেই দেওয়া হয় গান স্যালুট৷ কেকে-এর গানেই ‘অলবিদা’ জানানো হয় শিল্পীকে৷ এসেছিলেন তাঁর স্ত্রী ও পুত্র৷ বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2022 10:19 AM IST