Poushali Banerjee: এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেল, এক শিল্পী...পৌষালীর তীব্র শ্লেষাত্মক পোস্ট ভাইরাল

Last Updated:

Poushali Banerjee: বয়স নির্বিশেষে বাংলা বিনোদন জগতের অনেকেই তোপ দেগেছেন রূপঙ্করের বিরুদ্ধে৷

মৃত্যু যে কত অনিশ্চিত, সে কথাও লিখে পোস্ট করেছেন পৌষালী
মৃত্যু যে কত অনিশ্চিত, সে কথাও লিখে পোস্ট করেছেন পৌষালী
কলকাতা : তাঁর বিতর্কিত ফেসবুক লাইভে বাঙালিদের বাঙালি হতে বলেছিলেন রূপঙ্কর বাগচী৷ তাঁর মতে, পঞ্জাব, ওড়িশা বা দক্ষিণ ভারতের শ্রোতারা মুম্বইয়ের শিল্পীদের পিছনে দৌড়ে বেড়ান না৷ তাঁদের দেখে বঙ্গজদের শিখতে বলেছিলেন শিল্পী৷ কিন্তু দেখা গেল, বাঙালি শ্রোতা তো বটেই৷ বাংলার শিল্পীদের কাছেও তিনি চরম সমালোচিত হলেন৷ বয়স নির্বিশেষে বাংলা বিনোদন জগতের অনেকেই তোপ দেগেছেন রূপঙ্করের বিরুদ্ধে৷
কেউ সরাসরি রূপঙ্করের নাম নিয়েছেন৷ কেউ আবার তাঁদের পোস্টে রূপঙ্করের নাম উল্লেখ করেননি৷ কিন্তু তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁদের মধ্যেই অন্যতম পৌষালী বন্দ্যোপাধ্যায়৷ তরুণ এই লোকগীতি শিল্পী ফেসবুকে লিখেছেন ‘এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেলো৷ আর এক শিল্পী ভাঁট বকে শেষ হয়ে গেলো৷’ তাঁর এই পোস্ট শেয়ার করেছেন অনেক নেটিজেন৷
advertisement
বুধবার সন্ধ্যা পর্যন্ত পৌষালীর পোস্ট লাইক করেছেন ১৫ হাজারের বেশি মানুষ৷ এসেছে প্রায় হাজারখানেক মন্তব্য৷ শেয়ার করা হয়েছে প্রায় ৭০০ বার৷ পোস্টের মন্তব্যবাক্সে পৌষালী জানিয়েছেন কেউ বিশ্বাস করতে না চাইলেও তিনি বলবেন যে ৩০ মঙ্গলবার রাতে তিনি নজরুল মঞ্চে গিয়েছিলেন কেকে-এর অনুষ্ঠান দেখতে৷ কেকে-এর মতো শিল্পীকে নিয়ে কেউ ফালতু কথা বললে তিনি কোনওভাবেই মানতে পারবেন না৷ সকলের কাছে এই মর্মে ক্ষমাও চেয়ে নিয়েছেন পৌষালী৷
advertisement
advertisement
আরও পড়ুন : দর্শক-শ্রোতাকে মরে যেতে বলা থেকে জলসায় বিজ্ঞাপনী জিঙ্গল! রূপঙ্করের পুরনো বিতর্ক
মৃত্যু যে কত অনিশ্চিত, সে কথাও লিখে পোস্ট করেছেন পৌষালী৷ মন্তব্যবাক্সে বিস্ময় প্রকাশ করেছেন একজন শিল্পী কীভাবে এরকম কথা বলতে পারেন! কার সম্বন্ধে বলছেন তার নাম প্রকাশ করেননি পৌষালী৷ তবে নেটিজেনরা নিশ্চিত তাঁর পোস্টের নিশানা রূপঙ্কর বাগচী৷
advertisement
আরও পড়ুন : ‘ব্যক্তিগত আক্রোশ থেকে নয়’, কেকে প্রসঙ্গে রূপঙ্করের পাশে দাঁড়ালেন দ্রোণ
সোমবার থেকেই রূপঙ্করের পোস্ট ঘিরে ক্ষু্ব্ধ নেটিজেনরা৷ কাকতালীয়ভাবে মঙ্গলবার রাতে অনুষ্ঠানের পরই কেকে-এর অকালপ্রয়াণের পর রূপঙ্করের পোস্ট ঘিরে আছড়ে পড়ে জনরোষ৷ জনরোষের পারদ স্তিমিত হয়নি কোনওভাবেই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Poushali Banerjee: এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেল, এক শিল্পী...পৌষালীর তীব্র শ্লেষাত্মক পোস্ট ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement