Shakira Falls on Stage Video: শরীর দোলাতে গিয়ে মুহূর্তে অঘটন! স্টেজে আছাড় খেলেন শাকিরা, তারপর...দেখুন সেই ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Shakira Falls on Stage Video: মন্ট্রিয়ালের কনসার্টে স্টেজে পা পিছলে পড়ে যান শাকিরা। তবে পেশাদারিত্ব বজায় রেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পারফর্ম চালিয়ে যান। ভাইরাল ভিডিওতে প্রশংসায় ভরে উঠেছে নেটদুনিয়া। দেখুন সেই ভিডিও...
মন্ট্রিয়াল: রাণীরাও মাঝে মাঝে হোঁচট খান, আর শাকিরা সেটাই প্রমাণ করলেন। বিশ্বের জনপ্রিয় তারকা শাকিরা ‘Las Mujeres Ya No Lloran’ ট্যুরের সময় মন্ট্রিয়ালের বেল সেন্টারে পারফর্ম করছিলেন, তখনই আচমকা স্টেজে পড়ে যান তিনি।
২০ মে, নিজের হিট গান “Whenever, Wherever” পরিবেশন করার সময় শাকিরা পা পিছলে পড়ে যান। একটি ভিডিওতে দেখা গেছে, ৪৮ বছর বয়সী এই তারকা পূর্ণ উদ্যমে নাচছিলেন, হঠাৎই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। তবে মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ান, হাসি দেন এবং পারফর্ম করতে থাকেন।
আরও পড়ুন: ‘থ্রি ইডিয়টস’-এর র্যাঞ্চো স্কুল পেল সিবিএসসিই স্বীকৃতি! কিন্তু স্কুলের আসল নাম কি জানেন?
advertisement
advertisement
একজন ভক্ত সেই মুহূর্তটি ভিডিও করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং নেটদুনিয়ায় ভালোবাসায় ভরে ওঠে শাকিরার জন্য।
একজন ভক্ত লিখেছেন, “কিন্তু রাণীর মতোই, তিনি পরিস্থিতি নিজের হাতে নিয়ে অসাধারণভাবে সামলে নেন।” আরেকজন মন্তব্য করেন, “তিনি পড়লেও সম্মান বজায় রাখেন, সত্যিকারের ক্লাস।”
তৃতীয় এক ভক্ত লেখেন, “তিনি অসাধারণভাবে সামলে নিয়েছেন!” কেউ আবার বলেন, “এবার খুব জোরে পড়েছেন, কিন্তু আগের মতোই অক্ষতভাবে উঠে দাঁড়িয়েছেন।”
advertisement
একজন অনুরাগী শাকিরার নিজের গানের কথা উদ্ধৃত করে লেখেন, “একজন প্রকৃত পেশাদার – মহিলারা কাঁদে না।” আরও একজন মন্তব্য করেন, “মামাসিতা! সবসময় চতুর, ইতিবাচক এবং প্রকৃত শিল্পীর মতো।”
¡Tremendo susto! Shakira sufre aparatosa caída en pleno concierto 😱 pic.twitter.com/UpkmuxCHcS
— Adri Toval (@TovalAdriana) May 21, 2025
advertisement
চলতি বছরের ফেব্রুয়ারিতে শাকিরাকে একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে যেতে হয় এবং তার লিমা, পেরুর কনসার্ট পিছিয়ে যায়। বিলবোর্ড সূত্রে জানা যায়, তিনি ইনস্টাগ্রামে জানান, “গতরাতে আমি পেটের সমস্যার কারণে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম এবং এখনও হাসপাতালে রয়েছি। আজ মঞ্চে উঠতে না পারায় আমি দুঃখিত।”
সৌভাগ্যবশত, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 8:33 PM IST