3 idiots' Rancho School: ‘থ্রি ইডিয়টস’-এর র‍্যাঞ্চো স্কুল পেল সিবিএসসিই স্বীকৃতি! কিন্তু স্কুলের আসল নাম কি জানেন?

Last Updated:
3 idiots' Rancho School: আমির খানের ‘থ্রি ইডিয়টস’ প্রায় সকলেই দেখেছে। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে দেখা গিয়েছে একটি স্কুল। বর্তমানে সেই স্কুলটি র‍্যাঞ্চোর স্কুল নামে পরিচিত। কিন্তু আসলে স্কুলটি কোথায়? বা স্কুলটির নাম কী সেটা অনেকেই জানে না
1/6
আমির খানের ‘থ্রি ইডিয়টস’ প্রায় সকলেই দেখেছে। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে দেখা গিয়েছে একটি স্কুল। বর্তমানে সেই স্কুলটি র‍্যাঞ্চোর স্কুল নামে পরিচিত। কিন্তু আসলে স্কুলটি কোথায়? বা স্কুলটির নাম কী সেটা অনেকেই জানে না।
আমির খানের ‘থ্রি ইডিয়টস’ প্রায় সকলেই দেখেছে। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে দেখা গিয়েছে একটি স্কুল। বর্তমানে সেই স্কুলটি র‍্যাঞ্চোর স্কুল নামে পরিচিত। কিন্তু আসলে স্কুলটি কোথায়? বা স্কুলটির নাম কী সেটা অনেকেই জানে না।
advertisement
2/6
এই স্কুলটির নাম ‘দ্রুক পদ্মা কার্পো স্কুল’। লাদাখে অবস্থিত এই স্কুল বর্তমানে র‍্যাঞ্চোর স্কুল নামে পরিচিত। এই বৌদ্ধ সাংস্কৃতিক স্কুলটি সৃজনশীল পঠনপাঠনের জন্য অনেক পুরষ্কারও জিতেছে।
এই স্কুলটির নাম ‘দ্রুক পদ্মা কার্পো স্কুল’। লাদাখে অবস্থিত এই স্কুল বর্তমানে র‍্যাঞ্চোর স্কুল নামে পরিচিত। এই বৌদ্ধ সাংস্কৃতিক স্কুলটি সৃজনশীল পঠনপাঠনের জন্য অনেক পুরষ্কারও জিতেছে।
advertisement
3/6
লেহ-মানালি মহাসড়কের শে প্যালেস এবং মঠের কাছে শে গ্রামে অবস্থিত। লাদাখে ঘুরতে গেলে সহজেই এটি পরিদর্শন করতে পারেন।
লেহ-মানালি মহাসড়কের শে প্যালেস এবং মঠের কাছে শে গ্রামে অবস্থিত। লাদাখে ঘুরতে গেলে সহজেই এটি পরিদর্শন করতে পারেন।
advertisement
4/6
লাদাখের মতো ঠান্ডা মরুভূমিতে অবস্থিত হওয়া সত্ত্বেও , ড্রুক পদ্মা কার্পো স্কুল এই হিমালয় অঞ্চলের শিশুদের এবং যাযাবর উপজাতিদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে।
লাদাখের মতো ঠান্ডা মরুভূমিতে অবস্থিত হওয়া সত্ত্বেও , ড্রুক পদ্মা কার্পো স্কুল এই হিমালয় অঞ্চলের শিশুদের এবং যাযাবর উপজাতিদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে।
advertisement
5/6
পর্যটকরা এটিকে "র‍্যাঞ্চো স্কুল" বললেও, স্থানীয়রা এটিকে এর আসল নাম দিয়েই ডাকে। স্কুল সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য হল যে, স্থানীয় ভাষায় কার্পোর অর্থ ‘সাদা’ এবং পদ্মের অর্থ ‘পদ্ম’।
পর্যটকরা এটিকে "র‍্যাঞ্চো স্কুল" বললেও, স্থানীয়রা এটিকে এর আসল নাম দিয়েই ডাকে। স্কুল সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য হল যে, স্থানীয় ভাষায় কার্পোর অর্থ ‘সাদা’ এবং পদ্মের অর্থ ‘পদ্ম’।
advertisement
6/6
এই স্কুলটি জম্মু ও কাশ্মীর বোর্ড অফ স্কুল এডুকেশন (JKBOSE)-এর অনুমোদিত ছিল। তবে, সম্প্রতি সিবিএসই থেকে স্বীকৃতি পেয়েছে এই স্কুলটি।
এই স্কুলটি জম্মু ও কাশ্মীর বোর্ড অফ স্কুল এডুকেশন (JKBOSE)-এর অনুমোদিত ছিল। তবে, সম্প্রতি সিবিএসই থেকে স্বীকৃতি পেয়েছে এই স্কুলটি।
advertisement
advertisement
advertisement