Shahrukh Khan wishes on Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে ভক্তদের শুভেচ্ছা শাহরুখের, বলেছেন পরের ছবির মুক্তি নিয়েও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shahrukh Khan wishes on Ganesh Chaturthi: তাঁর পোস্টের উত্তরে অনুরাগীদের তরফে এসেছে শুভেচ্ছা স্রোত
মুম্বই : প্রত্যেক উৎসবেই ভক্তদের জন্য শুভেচ্ছাবার্তা এসে পৌঁছয় শাহরুখ খানের পক্ষ থেকে৷ গণেশ চতুর্থীতেও তার ব্যতিক্রম হল না৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের গণপতি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এসআরকে৷ দেশ জুড়ে ‘জওয়ান’-এর আকাশছোঁয়া সাফল্যের আমেজ উপভোগ করতে করতে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন ‘‘গণপতি বাপ্পাকে বাড়িতে স্বাগত৷ গণেশ চতুর্থীতে আপনাকে এবং আপনার পরিবারকে শুভেচ্ছা জানাই৷ গণপতি দেব যেন আপনাকে আনন্দ, জ্ঞান, সুস্বাস্থ্য এবং খাওয়ার জন্য প্রচুর মোদক দেন৷’’ তাঁর পোস্টের উত্তরে অনুরাগীদের তরফে এসেছে শুভেচ্ছা স্রোত৷
Welcome home Ganpati Bappa Ji. Wishing you and your family a wonderful day honoring Lord Ganesha. May Lord Ganesha bless all of us with happiness, wisdom, good health and lots of Modak to eat!!! pic.twitter.com/d9Adfl1ggs
— Shah Rukh Khan (@iamsrk) September 19, 2023
advertisement
advertisement
কিছু দিন আগেই জওয়ান ছবির অনবদ্য সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান শাহরুখ৷ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘ঈশ্বরের করুণা৷ আমাদের পাঠান সফল হয়েছিল৷ জওয়ান-এর প্রতিও ঈশ্বরের করুণা আছে৷ প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়ে আমরা শুরু করেছিলাম৷ জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছিল ‘জওয়ান’৷ বড়দিনে আমরা আপনাদের জন্য ‘ডাঙ্কী’ আনব৷’’ তিনি জাতীয় সৌভ্রাতৃত্বকে যে সব সময় গুরুত্ব দেন, সে কথার উল্লেখ করেন৷ আরও বলেন, ‘‘গত ২৯ বছর ধরে আমি যে কাজ করেছি, তার থেকেও বেশি কঠোর পরিশ্রম করছি৷ আরও পরিশ্রম আমি করব৷’’
advertisement
শাহরুখ একা নন৷ বলিউড জুড়ে তারকারা মেতে উঠেছেন গণেশ চতুর্থী উৎসবে৷ শিল্পা শেট্টী, অর্পিতা খান শর্মা, মনীশ মালহোত্র-সহ বহু তারকা তাঁদের বাড়িতে গণেশ চতুর্থী পালনের আয়োজন করেন৷ সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চিত টিনসেল টাউনের গণপতি উৎসবের ছবি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 8:43 PM IST