হোম /খবর /বিনোদন /
'পাঠান' জ্বরে এখনও কাবু বক্স অফিস! নয়া রেকর্ড ছবির, শাহরুখ ছুটছেন দুর্বার গতিতে

Pathaan Box Office Collection: 'পাঠান' জ্বরে এখনও কাবু বক্স অফিস! নয়া রেকর্ড ছবির, শাহরুখ ছুটছেন দুর্বার গতিতে

Pathaan Box Office Collection: জানা গিয়েছে, সপ্তম দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটির ভাঁঁড়ারে আসে ২১ কোটি টাকা। ইতিমধ্যে শুধু ভারতেই ৩১৫ কোটির ব্যবসা করেছে ছবিটি।

  • Share this:

কলকাতা: বক্স অফিসে ঝড়ের গতিতে ছুটছে 'পাঠান'। সপ্তাহ পেরলেও 'বাদশা'র ছবি নিয়ে উন্মাদনা কমেনি বিন্দুমাত্রও। সোমবার প্রায় ২৫ কোটি এসেছে ছবির ভাঁড়ারে। মঙ্গলবারও ভাল ব্যবসা করেছে ছবিটি।

জানা গিয়েছে, সপ্তম দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটির ভাঁঁড়ারে আসে ২১ কোটি টাকা। ইতিমধ্যে শুধু ভারতেই ৩১৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। 'পাঠান' প্রথম হিন্দি ছবি যা দেশে মাত্র সাত দিনেই ৩০০ কোটি ছুঁয়েছে। এই অঙ্ক ছুঁতে 'বাহুবলী'র (হিন্দি) সময় লেগেছিল ১০ দিন। কেজিএফ-এর (হিন্দি) ১১ দিন।

শুধু ভারতেই নয়, বিদেশেও রমরমিয়ে চলছে 'পাঠান'। দেশের বাইরে আড়াই হাজার স্ক্রিনে চলছে ছবিটি। বিশ্ব ব্যাপী ৬০০ কোটি ছুঁয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভনীত ছবিটি।

আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা

আরও পড়ুন: রাজামৌলীর হাত ধরে বলিউডে মহেশ! রেকর্ড দামে বিক্রি তাঁর নয়া ছবির স্বত্ব

উত্তর আমেরিকায় ইতিমধ্যেই ১০ মিলিয়ন ডলার এসেছে 'পাঠান'-এর ঝুলিতে। সৌদি আরবে ১ ডলার মিলিয়ন ডলার। দেশের বাইরেও যে শাহরুখ ছবি নিয়ে উন্মাদনা কিছু কম নয়, বক্স অফিসের হিসেবনিকেশেই সেই ছাপ স্পষ্ট।

 

লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক, বিগত কয়েক বছরে একাধিক ঝড়-ঝাপটা সামলেছেন শাহরুখ। রাজার সিংহাসন যে আজও তাঁর, 'পাঠান'-এর হাত ধরে তা আরও একবার প্রমাণ করলেন শাহরুখ।

Published by:Sanchari Kar
First published:

Tags: Pathaan, Shah Rukh Khan