Agastya Nanda-Suhana Khan: সুহানাকে দেখে এ কী করলেন অগস্ত্য! অমিতাভের নাতির সঙ্গে প্রেম নাকি শাহরুখ-তনয়ার

Last Updated:

Agastya Nanda-Suhana Khan: নিছক পেশাগত কারণে নয়, পারিবারিক সূত্রে অনেক আগে থেকেই তাঁদের আলাপ। কয়েক মাস আগে জানা গিয়েছিল, অগস্ত্য এবং সুহানার প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন অমিতাভ-কন্যা শ্বেতা।

প্রেম করছেন অগস্ত্য-সুহানা?
প্রেম করছেন অগস্ত্য-সুহানা?
মুম্বই: সুহানা খান নাকি মন দিয়েছেন অগস্ত্য নন্দাকে সম্প্রতি দুই তারকা-সন্তানের প্রেমের গুঞ্জনে উত্তাল চারদিক। একই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করবেন তাঁরা। শোনা যাচ্ছে, শাহরুখ খানের কন্যার সঙ্গে তখন থেকেই ঘনিষ্ঠতা বেড়েছিল অমিতাভ এবং জয়া বচ্চনের নাতির।
সম্প্রতি টিনা শ্রফের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন অগস্ত্য এবং সুহানা। আর সেখানেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে তাঁদের প্রেমের গুঞ্জন। পার্টি থেকে বেরিয়ে সুহানা যাতে ঠিক মতো গাড়ি পর্যন্ত পৌঁছে যান, সে দিকে বিশেষ খেয়াল রেখেছিলেন অমিতাভ বচ্চনের নাতি। সুহানার দিকে ফ্লায়িং কিসও ছুড়ে দেন তিনি। গাড়িতে ওঠার আগে অগস্ত্যের হাত ছুঁয়ে নেন শাহরুখ-তনয়া। পাপারাৎজির ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই তা নিয়ে আর চর্চার শেষ নেই।
advertisement
View this post on Instagram

A post shared by @varindertchawla

advertisement
advertisement
জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এর হাত ধরে বলিউডে হাতেখড়ি হবে অগস্ত্য এবং সুহানার। তবে নিছক পেশাগত কারণে নয়, পারিবারিক সূত্রে অনেক আগে থেকেই তাঁদের আলাপ। কয়েক মাস আগে জানা গিয়েছিল, অগস্ত্য এবং সুহানার প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন অমিতাভ-কন্যা শ্বেতা। খান বা বচ্চন পরিবারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি। নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ অগস্ত্য-সুহানার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Agastya Nanda-Suhana Khan: সুহানাকে দেখে এ কী করলেন অগস্ত্য! অমিতাভের নাতির সঙ্গে প্রেম নাকি শাহরুখ-তনয়ার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement