Durnibar Saha-Meenakshi Mukherjee: মোহরকে নিয়ে নতুন সংসার প্রাক্তন দুর্নিবারের! আচমকাই মীনাক্ষীর পোস্টে মৃত্যুর কথা

Last Updated:

Durnibar Saha-Meenakshi Mukherjee: দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর সংসার বেঁধেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের বছর না ঘুরতেই আলাদা হন দুর্নিবার এবং মীনাক্ষী।

মীনাক্ষীর পোস্ট ঘিরে জল্পনা
মীনাক্ষীর পোস্ট ঘিরে জল্পনা
কলকাতা: বিয়ে করে নতুন সংসার সাজিয়েছেন দুর্নিবার সাহা এবং মোহর সেন। মধুচন্দ্রিমা সেরে আপাতত সুখে-শান্তিতে দিনযাপন তাঁদের। চলতি মাসেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহরের সঙ্গে সাতপাক ঘোরেন গায়ক। তবে দ্বিতীয় বিয়ে নিয়ে কম হেনস্থা হতে হয়নি তাঁদের। ২০২১ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ছাদনাতলায় গিয়েছিলেন দুর্নিবার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর সংসার বেঁধেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের বছর না ঘুরতেই আলাদা হন দুর্নিবার এবং মীনাক্ষী।
তবে সম্প্রতি মীনাক্ষীর একটি পোস্ট নতুন করে চর্চায় এসেছে। নিজের সাদা-কালো একটি ছবি দিয়ে মৃত্যুর প্রসঙ্গ টেনেছেন তিনি। আর তাতেই চিন্তিত নেটিজেনদের একাংশ। অনেকেই মনে করছেন, মানসিক ভাবে বিপর্যস্ত তিনি। পোস্টটি দেখে অনেকে ইঙ্গিতপূর্ণ মনে করলেও হ্যারি পটার অনুরাগীরা বিষয়টি ভালই বুঝেছেন। মীনাক্ষী লেখেন, 'টুগেদার, দে মেক ওয়ান, 'মাস্টার অফ ডেথ''।
advertisement
advertisement
advertisement
হ্যারি পটারে 'মাস্টার অফ ডেথ'-এর প্রসঙ্গে এসেছে একাধিক বার। মীনাক্ষী নিজেও একজন 'পটারহেড' (হ্যারি পটারের অনুরাগীদের এই নামে ডাকা হয় )। নিজের গলায় 'হ্যারি পটার'-এর 'ডেথলি হ্যালোজ'-এর প্রতীকটি ট্যাটু করিয়েছেন তিনি। সকলকে সেটি জানাতেই সেই ছবি দেন মীনাক্ষী।
advertisement
বিয়ের কয়েক দিন আগে প্রাক্তনকে কটাক্ষ করে পোস্ট দিয়েছিলেন মীনাক্ষী। কিন্তু দুর্নিবার-মোহরের বিয়ের দিন অন্তরালেই ছিলেন তিনি। নেটমাধ্য়মেও কোনও পোস্টও দেখা যায়নি তাঁর। তবে দুর্নিবারের সঙ্গে পুরনো ছবি এখনও ইনস্টাগ্রামে মুছে ফেলেননি তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durnibar Saha-Meenakshi Mukherjee: মোহরকে নিয়ে নতুন সংসার প্রাক্তন দুর্নিবারের! আচমকাই মীনাক্ষীর পোস্টে মৃত্যুর কথা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement