Shahrukh Khan: এ কী করছেন শাহরুখ! ফাঁস হয়ে গেল 'ডানকি'-র শ্যুটিংয়ের অন্দরের ছবি, কোথায় উড়ে গেলেন অভিনেতা

Last Updated:

Shahrukh Khan: 'ডানকি' ছবির সেট থেকে অন্দরের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ শুটিং সেটেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানকে দেখা গিয়েছে৷

এ কী করছেন শাহরুখ! ফাঁস হয়ে গেল 'ডানকি'-র শ্যুটিংয়ের অন্দরের ছবি, কোথায় উড়ে গেলেন অভিনেতা
এ কী করছেন শাহরুখ! ফাঁস হয়ে গেল 'ডানকি'-র শ্যুটিংয়ের অন্দরের ছবি, কোথায় উড়ে গেলেন অভিনেতা
মুম্বই: একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে বড়সড় টেক্কা দিলেন শাহরুখ। 'পাঠান' ছবি দিয়েই সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছেন কিং খান৷ এই মুহূর্তে হাতে একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান৷ আপাতত 'ডানকি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা৷ জানা গিয়েছে, সুপারস্টার শাহরুখ খান সোমবার থেকে কাশ্মীরে আসন্ন ছবি 'ডানকি'র শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন।
সম্প্রতি 'ডানকি' ছবির সেট থেকে অন্দরের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যা ভাইরাল হতে একটুও সময় লাগেনি৷ শুটিং সেটেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানকে দেখা গিয়েছে৷ সূত্রের খবর, ছবির পরিচালক এবং তার প্রযোজনা দল গত সপ্তাহে সোনামার্গে গিয়েছিলেন। আরও জানা গেছে, কোরিওগ্রাফার গণেশ আচার্যের সঙ্গে একটি গানের শুটিং করবেন বলে সেখানে পৌঁছে গেছে গোটা টিম৷।
advertisement
এ কী করছেন শাহরুখ! ফাঁস হয়ে গেল 'ডানকি'-র শ্যুটিংয়ের অন্দরের ছবি, কোথায় উড়ে গেলেন অভিনেতা
advertisement
advertisement
পাঠানের সাফল্যের পর থেকে খান ভক্তরা তার বিগ বাজেটের দুই ছবি 'জওয়ান' এবং 'ডানকি'র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ খান ও তাপসী পান্নু। ছবি নিয়ে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে৷ এর মধ্যেই শোনা যাচ্ছে, 'ডানকি' ছবিতে ভারতীয় সেনার ভূমিকায় দেখা যেতে পারে৷ অভিনয়ের কেরিয়ারে এর আগে একাধিকবার আর্মি অফিসারের চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে৷ অভিনেতার চরিত্র নিয়ে জল্পনা চলছে৷ তবে সঠিক কোনও খবর এখনও জানা যায়নি৷ এর আগেও শুটিংয়ের বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে তাপসী পান্নুর সঙ্গে দেখা গিয়েছে অভিনেতাকে৷ ভূস্বর্গ কাশ্মীরে সিনেমার শুটিং হওয়ায় ভীষণ আপ্লুত ভক্তরা৷ হোটেল ব্যবসায়ী মুশতাক ছায়া বলেন, 'আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এখানে বলিউডের আসার জন্য। আমরা সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তুত এবং পরিকাঠামো আরও উন্নয়ন করার চেষ্টা করছি'।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahrukh Khan: এ কী করছেন শাহরুখ! ফাঁস হয়ে গেল 'ডানকি'-র শ্যুটিংয়ের অন্দরের ছবি, কোথায় উড়ে গেলেন অভিনেতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement