Salman Khan: বক্সঅফিসে লক্ষ্মীলাভ! দেশ জুড়ে নজির গড়ে আপ্লুত সলমন, ছবির আয় দেখে কী বললেন ভাইজান
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Salman Khan: চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক বুঝিয়ে দিল তিনি থামবার পাত্র নন। তৃতীয় দিন ঝুলিতে এল ৬৬ কোটি টাকারও বেশি৷ খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের ছবি৷
মুম্বই: চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন সলমন খান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ ইদের দিন মুক্তি পেয়েছে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷ প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে না পারলেও তারপর থেকেই ছবির ব্যবসা বাড়তে শুরু করেছে সলমন খানের৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১২-১৫ কোটি ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৩-২৪ কোটি টাকা আয় করেছে৷ সব মিলিয়ে দুদিনে ছবিটি ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এল ৬৬ কোটি টাকারও বেশি৷ খুব শীঘ্রই যে ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের ছবি তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ টুইটারে সলমন লিখেছেন, 'সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালবাসার জন্য, পাশে থাকার জন্য৷ আমার খুবই ভাল লাগছে'৷ কালো শার্ট, মুখে হালকা হাসি রেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেতা৷ অভিনেতার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ ইদের পর থেকেই গোটা দেশ জুড়ে দারুণ ব্যবসা করছে এই ছবি৷ বেশ কিছু শো হাউজফুলও হয়েছে৷ সলমনের ভক্তদের জন্যই বক্সঅফিসে লক্ষ্মীলাভ হয়েছে, তা ধরেই নিয়েছেন একাংশ৷ ধীরে ধীরেই ছবির আয় বাড়বে বলে মনে করছেন সমালোচকরা৷
advertisement
Thank u for all your love n support . Thank u , really appreciate it#KBKJ pic.twitter.com/08tOpfDaiW
— Salman Khan (@BeingSalmanKhan) April 23, 2023
advertisement
advertisement
প্রতিবছর ইদেই ধামাকাদার সিনেমা উপহার দেন সলমন খান৷ ভাইজানের ভক্তরা অধীর আগ্রহে বসে থাকেন৷ তেমনই এবছরও ইদে মুক্তি পেয়েছে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷ সলমন মানেই বক্স অফিস হিট৷ তার শেষ দুই ছবি 'রাধে', এবং 'অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি সেইভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারেনি৷ এই ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবির আয় একলাফে অনেকটাই বেড়ে গেল৷ চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক বুঝিয়ে দিল তিনি থামবার পাত্র নন। তৃতীয় দিনের ব্যবসার পর ফিল্ম সমালোচকদের একাংশের দাবি, সলমনের এই ছবি ১০০ কোটির গন্ডি পার করে ফেলবে শীঘ্রই৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল,এবার ধীরে ধীরে তা প্রমাণ করছেন সলমন খান৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 12:38 PM IST